সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ

৬০ লাখ টাকা পুরস্কার পাচ্ছেন জামালরা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫৮ অপরাহ্ন, ২১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে মালদ্বীপকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ঘরের মাঠে দুর্দান্ত জয় তুলে নিয়ে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে উত্তীর্ণ হয়েছেন জামাল ভূঁইয়ারা। এমন জয়ে জাতীয় দলের সদস্যদের ৬০ লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

শনিবার (২১ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাহউদ্দিন।

বাফুফে সভাপতি জানিয়েছেন, পুরো দলের হাতে তুলে দেয়া হবে ৬০ লাখ টাকা। তবে কে কত টাকা পাবেন, সেটি জানাননি তিনি।

মঙ্গলবার (১৭ অক্টোবর) বসুন্ধরা কিংস অ্যারেনায় বাঁচা-মরার লড়াইয়ে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়ে দেয় বাংলাদেশ। এর আগে দলটির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে রুখে দিয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে পা রেখেছে হ্যাভিয়ের ক্যাবরেরার শিষ্যরা।

এদিকে দ্বিতীয় রাউন্ডে তিন দলের বিপক্ষে মোট ছয় ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী মাসে দ্বিতীয় রাউন্ডের খেলায় বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শক্তিশালী অস্ট্রেলিয়া। ১৬ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে লাল-সবুজের দল। বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ লেবাননের বিপক্ষে ঘরের মাঠে ২১ নভেম্বর।

আরো পড়ুন: মালদ্বীপকে হারিয়ে বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

তৃতীয় ম্যাচও ঘরের মাঠে খেলবে বাংলাদেশ। ২০২৪ সালের ২১ মার্চ জামালদের প্রতিপক্ষ ফিলিস্তিন। ২৬ মার্চ একই দলের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এটা বাংলাদেশের অ্যাওয়ে ম্যাচ। ৬ জুন ঘরের মাঠে খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ১১ জুন লেবাননে শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এ পর্ব পার করতে পারলে বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে পা রাখবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।

এসকে/ 

বাংলাদেশ ফুটবল মালদ্বীপ পুরস্কার জামাল ভূঁইয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250