ছবি: সংগৃহীত
কিশোর কুমারকে বাংলা সংগীতের অমর শিল্পী বলা হয়। এ মহান শিল্পীর জন্মদিন গেলো ৪ আগস্ট। শিল্পী হিসেবে তিনি কতটা সফল, সেই হিসেব বোধ হয় নতুন করে দিতে হয় না।
কিশোর কুমারের বহুমুখী প্রতিভার স্বাক্ষর আজও অমলিন। অভিনয় হোক বা গান, সবক্ষেত্রেই নিজের ছাপ রেখে গেছেন বাঙালি শিল্পী। তার জীবনের প্রত্যেক অধ্যায়ই কম-বেশি সকলের জানা। কিংবদন্তি কিশোরের খাদ্যপ্রীতির কথা অনেকেরই জানা।
ভারতের মধ্যপ্রদেশের খান্ডওয়ায় জন্মেছিলেন কিশোর। জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন সেখানে। সেই শহরেই রয়েছে শিল্পীর বন্ধু প্রয়াত লালাজি শর্মার মিষ্টির দোকান। সেই দোকানে কিশোরের জন্য তার প্রিয় জিলাপি তৈরি করতেন লালাজি। এত বছর পরও জিলাপি তৈরির সেই ধারা বজায় রেখেছেন লালাজির নাতি বাদল শর্মা।
আরও পড়ুন: ‘খেলা হবে’ গানে উত্তাপ ছড়ালেন নুসরাত ফারিয়া
এখনো সেই মিষ্টির দোকানে লালাজির পাশে শোভা পাচ্ছে কিংবদন্তি শিল্পীর ছবি। প্রতিদিন নিয়ম করে মালা পরানো হয় ছবিতে। নিয়ম করে প্রত্যেক সকালে দুধ-জিলাপির ভোগ দেওয়া হয় শিল্পীকে।
বাদল জানান, কিশোর তার দাদুর হাতের তৈরি জিলাপি খুবই ভালোবাসতেন। যখনই তিনি দোকানে আসতেন, লালাজি নিজের হাতে জিলাপি তৈরি করে খাওয়াতেন শিল্পীকে।
জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পরও সেই দোকানে আসতেন কিশোর। সেখানেই বন্ধুদের সঙ্গে আড্ডা দিতেন। শহরে এলে লালাজির দোকানেই আড্ডার আসন বসাতেন শিল্পী। আজও তার স্মৃতি আঁকড়ে রয়েছে সেই দোকান।
এসি/ আই. কে. জে/