রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক: তারেক রহমান *** গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার *** যাত্রীর লাগেজটি নড়ছিল, খুলতেই ভেতরে ২ বছরের শিশু *** তারেক রহমান আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন: মির্জা ফখরুল *** ১৮ তলা থেকে পড়ে বেঁচে গেল তিন বছরের শিশু *** ট্রাম্পের হুমকিতেও রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে ভারত *** নৌবাহিনী ও বিমানবাহিনীর নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা *** এলপিজি ১২ কেজির সিলিন্ডারের দাম কমল ৯১ টাকা *** নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণে বিএনপির কমিটি *** ‘প্রেসিডেন্ট লুলা যখন ইচ্ছা আমাকে ফোন করতে পারেন’, ব্রাজিলকে নিয়ে সুরবদল ট্রাম্পের

গণঅভ্যুত্থানের এক বছর

কতটা সফল, কতটা ব্যর্থ—আনিস আলমগীরের মূল্যায়ন

এসএম শামীম

🕒 প্রকাশ: ০৫:২১ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৫

#

রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক দুর্বলতা এবং সামাজিক অবক্ষয়ের দৃষ্টান্তপূর্ণ চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ। গণঅভ্যুত্থানের মাধ্যমে যে পরিবর্তনের আশার আলো দেখা দিয়েছিল, তা এখন অনেকটাই ম্লান হয়ে যাচ্ছে। দেশে মামলাবাজি, চাঁদাবাজি, মব জাস্টিস এবং আইনশৃঙ্খলার অবনতি বেড়েই চলেছে।

গত শুক্রবার (১লা আগস্ট) বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির টকশোতে এসব বিষয়ে জেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীরের বক্তব্য সেই সংকটের আরও গভীরে নিয়ে যায় দর্শক ও রাজনৈতিক বোদ্ধাদের। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থানের সুযোগ সম্পূর্ণ নষ্ট হয়েছে। এর পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছেন ড. মুহাম্মদ ইউনূস (প্রধান উপদেষ্টা) ও অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা।’ তার বক্তব্য দেশ টিভির ইউটিউব চ্যানেলের ভিডিও থেকে নেওয়া হয়েছে।

আনিস আলমগীর পাঠকপ্রিয় কলামিস্ট। ২০০৩ সালে দৈনিক আজকের কাগজের (এখন প্রকাশনায় নেই) পক্ষে ইরাক যুদ্ধের সংবাদ সংগ্রহ করে তুমুল আলোড়ন সৃষ্টি করেন তিনি। সে সময় চ্যানেল আই ও বিবিসি বাংলায় যুদ্ধক্ষেত্র থেকে সরাসরি তার সংবাদ পরিবেশিত হলে তা দেশবাসীর মনোযোগ আকর্ষণ করে। তিনি ২০০১ সালে আফগান যুদ্ধের সংবাদ সংগ্রহকালে তালেবানদের হাতে বন্দি হয়েছিলেন। 

ড. ইউনূসের ব্যক্তিকেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতা

আনিস আলমগীর ব্যাখ্যা করেন, ‘ড. ইউনূসের একটি শক্তিশালী রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও দৃষ্টিভঙ্গির অভাব রয়েছে। তিনি কোটি কোটি টাকা ব্যয় করে আন্তর্জাতিক ইমেজ গড়েছেন নিজের জন্য; কিন্তু দেশের জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি।’ 

চাঁদাবাজি ও মব কালচারের বিস্তার

বর্তমান সরকারের 'সহযোগী দল' এনসিপিসহ অনেক মহলে ‘সমন্বয়ক’ নামে চাঁদাবাজি বেড়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিক আনিস আলমগীর। রাজধানীর গুলশানসহ বিভিন্ন জায়গায় টোকাইদের চাঁদাবাজির তথ্যও উঠে এসেছে। রিয়াদের (আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ) নাম উল্লেখ করে তিনি বলেন, ‘টোকাইদের হাতেই দেশের রাজনীতি ও প্রশাসন ধ্বংসের পথে।’

তিনি পুলিশের ওপর চাপ ও দুর্বলতার কথাও তুলে ধরেন। তিনি বলেন, কোনো মামলার আসামি না হওয়া সত্বেও চট্টগ্রামের পটিয়ায় ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে থানা ঘেরাও করে ওসিকে (ভারপ্রাপ্ত কর্মকর্তা) চাপ দেওয়া হয়। ঘটনার পর মবকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এমন ঘটনা দেশের বিভিন্ন স্থানেই সংগঠিত হয়েছে।

তরুণ প্রজন্মের হতাশা

আন্দোলনে রক্ত ও জীবন উৎসর্গ করা তরুণরা আজকে প্রত্যাশিত পরিবর্তন না পেয়ে হতাশ ও বিভ্রান্ত। তারা প্রশ্ন করে, ‘আমরা কি টোকাইদের হাতেই আমাদের ভবিষ্যত দেখতে চেয়েছিলাম?

রাজনৈতিক দল ও প্রশাসনের দায়বদ্ধতা

আনিস আলমগীর দেশের রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য শতভাগ দায় অন্তর্বর্তী সরকারের উপরে দেন। তিনি বলেন, ‘সরকারি দলের মধ্যে চাঁদাবাজি ও ক্ষমতার অপব্যবহার অব্যাহত থাকলে দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা যাবে না।’ জামায়াত-বিএনপি সম্পর্কে তিনি বলেন, ‘জামায়াত অভিযোগ করছে বিএনপি আওয়ামী লীগের পুরনো এলাকা দখল করছে, যা বাস্তবতার কাছাকাছি।’

দেশের সামগ্রিক রাজনৈতিক ও সামাজিক অবস্থা

বর্তমানে বাংলাদেশে রাজনৈতিক ও সামাজিক সংকট ক্রমশ গম্ভীর রূপ ধারণ করছে। বিরোধী ও ক্ষমতাসীনদের মধ্যে দ্বন্দ্ব, প্রশাসনের দুর্বলতা ও দুর্নীতির ফলে সাধারণ মানুষ আজ নিরাপত্তাহীনতা ও হতাশার মধ্যে জীবন যাপন করছে।

বিশ্লেষকরা মনে করেন, রাজনৈতিক স্বচ্ছতা, কার্যকর প্রশাসন ও সুশাসন প্রতিষ্ঠা ছাড়া এই সংকট থেকে উত্তরণ সম্ভব নয়।

এসএমএস/

গণঅভ্যুত্থান আনিস আলমগীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন