সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বেবি বাম্প নিয়েও শ্যুটিং চালিয়ে যাচ্ছেন শুভশ্রী!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ৩০শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

জুন মাসের শেষেই সুখবর দিয়েছিলেন রাজ-শুভশ্রী। দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা রাজ ঘরণী। ইউভান এখনও তিন পূর্ণ করেনি, তার আগেই প্ল্যানিং করে দ্বিতীয় সন্তানকে পৃথিবীতে আনছেন তারকা দম্পতি। এই মুহূর্তে নায়িকা রয়েছেন প্রেগন্যান্সির দ্বিতীয় পর্বে। কিন্তু গর্ভাবস্থাতেও থেমে নেই শুভশ্রী। পেশাগত দায়িত্ব পালন করছেন সমানতালে।

এই মুহূর্তে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে পাওয়া যাচ্ছে রাজ ঘরণী। বর্তমানে ফাইনালের দিকে এগোচ্ছে এই ডান্স রিয়ালিটি শো। প্রতিযোগিদের হাড্ডাহাড্ডি লড়াই তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন বিচারক শুভশ্রী। শুধু নাচ দেখেই ক্ষান্ত নেই, স্টেজে নিজেও নাচছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড অ্যাক্টিভ হবু মা। শ্য়ুটিং সেটের নানান আপটেড ইনস্টায় শেয়ার করেন নায়িকা। রবিবার সোশ্যাল মিডিয়ায় ভক্তদের যেমন খুশি প্রশ্ন করবার সুযোগ দিয়েছিলেন ইউভানের মা। সেখানেই তাঁর কাছে একজন নেটিজেন জানতে চায়, ‘তুমি প্রেগন্যান্ট কিন্তু ডান্স বাংলা ডান্স শ্যুট করছো, কোন প্রবলেম হয় না’।

এমন প্রশ্ন দেখে চুপ থাকেননি শুভশ্রী। বরং সপাট জবাব দিলেন প্রেগন্যান্ট নায়িকা। ৫ মাসের অন্তঃসত্ত্বা শুভশ্রী জানান- ‘ভগবানের দয়ায় আমি একদম ঠিক আছি। আর মনে রাখবেন প্রেগন্যান্সি কোন অসুস্থতা নয়’। অন্তঃসত্ত্বা হওয়ার জেরে সৃজিতের পুজো রিলিজ ‘দশম অবতার’ হাতছাড়া হয়েছে শুভশ্রীর। যদিও এর জন্য কোন আফসোস নেই নায়িকার।

কিন্তু স্পষ্ট করলেন তিনি কাজ করতে চেয়েছিলেন এই প্রোজেক্টে, সৃজিত নিশ্চিত ছিলেন না অন্তঃসত্ত্বা শুভশ্রীকে নিয়ে। টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছিলেন, ‘আমি চেয়েছিলাম ছবিটা করতে, কিন্তু সৃজিত কনফিটেন্ড ছিল না। আমাকে ওর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হত’।

আরো পড়ুন: যে কারণে ভাঙে জাহ্নবীর প্রথম প্রেম

প্রতি মুহূর্তে স্ত্রীর খেয়াল রাখছেন রাজ চক্রবর্তী। এক সাক্ষাৎকারে শুভশ্রী জানিয়েছেন, ‘ও আমাকে সবসময় প্যাম্পার করে। পেশাগত আর ব্যক্তিগত জীবনের ব্যালেন্স বজায় রাখতে জানে রাজ’। ওদিকে ইউভান রীতিমতো দিশেহারা তাঁর ভাই বা বোনু কোথা থেকে আসবে এই চিন্তায়, ফাঁস করেছেন শুভশ্রী।

গত ২৭শে জুন ইনস্টাগ্রামে রাজ ও শুভশ্রী যৌথ বিবৃতি দিয়ে জানান- ‘ইউভানের প্রোমোশন হয়ে গেল… এখন থেকে বড় দাদা সে’। এক পোস্টেই হইচই পড়ে যায় টলিউডে।

পরিচালক আগেই স্পষ্ট করেছেন, প্ল্যানিং করেই অন্তঃসত্ত্বা হয়েছেন শুভশ্রী। ইউভানের বয়স তিন বছর হলে তাঁর খেলার সঙ্গী আনার পরিকল্পনা আগেভাগেই সেরে রেখেছিলেন রাজশ্রী। আপতত অপেক্ষা রাজ-শুভশ্রী পরিবারের নতুন সদস্যের। ডিসেম্বরে ভূমিষ্ঠ হবে খুদে।

এসি/ আই.কে.জে/

শুভশ্রী বেবি বাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন