ছবি: সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাব কেটে যাওয়ায় সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সকাল থেকে সব রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্র জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় এবং হামুনের প্রভাব কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌ-যান চলাচল শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে নৌ-যান চলাচল শুরু হয়।
এর আগে গতকাল মঙ্গলবার হামুনের প্রভাবে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ওইদিন সকাল সাড়ে ১০টা থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়।
ওআ/