ছবি: সংগৃহীত
মাত্র আট মাসে নিজ হাতে ৩০ পারা কোরআন লিখে সোরগোল ফেলে দিয়েছেন দিনাজপুরের চিড়ির বন্দর সরকারি মডেল পাইলট উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী সোমা আক্তার।
দিনাজপুরের চিড়ির বন্দর উপজেলার মাঝাপাড়া গ্রামের আমিনুল ইসলামের মেয়ে সোমা।
কোনো মাদ্রাসা শিক্ষা ছাড়াই নিজ হাতে এখন পর্যন্ত ১১ টি কোরআন শরীফ লিখেছেন সোমা। আরবিতে প্রশিক্ষণ ছাড়াই এত সুন্দরভাবে লিখা যায়, না দেখলে এটা বিশ্বাস করতে পারবেন না কেউ।
যে বয়সে শিক্ষার্থীরা মোবাইল ফোন ও খেলা নিয়ে ব্যস্ত সেই বয়সে সোমা আক্তার নিখুত হাতে লিখছেন কোরআন শরীফ।
শুধু আরবি লেখা নয় আরবি ক্যালিওগ্রাফিও করতে পারেন সোমা। সাধারণ স্কুলে লেখাপড়া করে এমন প্রতিভা বিকাশে অবাক স্থানীয়রা।
সোমার দৃষ্টিনন্দন কোরআন লেখা দেখে খুশি তার পরিবার ও এলাকাবাসী। তার এমন প্রতিভা দেখে সবাই গর্বিত।
সোমা আক্তার সোমার চোখ জুড়ানো হাতের লেখা দেখতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন নানা বয়স মানুষ।
সোমার পিতামাতা জানান, আপনারা দোয়া করবেন আমার মেয়ে যেন আরো বড় কিছু করতে পারে বড় জায়গায় যেতে পারে।
ওআ/কেবি
কোরআন
সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
খবরটি শেয়ার করুন