শনিবার, ২৩শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

দেড় লাখ টাকা বেতনে মার্কিন দূতাবাসে চাকরি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০২:২৬ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে দুটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মার্কিন দূতাবাস, ঢাকা

পদ ও লোকবল: ২টি ও নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://bd.usembassy.gov/

পদের নাম: রাজনৈতিক সহকারী। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, ইতিহাস, আইন, সাংবাদিকতা, ফরেন এরিয়া স্টাডিজ (মার্কিন যুক্তরাষ্ট্র), ব্যবসায় প্রশাসনের ন্যাশনাল সিকিউরিটি বিষয়ে স্নাতক ডিগ্রি।

কাজের ধরন: দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ঢাকা দূতাবাসের রাজনৈতিক/অর্থনৈতিক বিভাগের সংশ্লিষ্টদের বাংলাদেশের রাজনীতির সকল বিষয়ে অবহিত করবেন ও পরামর্শ দেবেন। এসব বিষয়ে তিনি সিনিয়র রাজনৈতিক বিশেষজ্ঞের কাছে রিপোর্ট করবেন।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: বিদেশি দূতাবাস বা সরকারি প্রতিষ্ঠানের সাথে কাজ করার তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে রাজনৈতিক গবেষণা বা বিশ্লেষণ, বৈদেশিক বিষয়, রাজনীতির উপর করা সংবাদপত্রের প্রতিবেদন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান, জনপ্রশাসন বা রাজনীতির জ্ঞান থাকতে হবে। 

সুযোগ-সুবিধা: সপ্তাহে ছুটি ২ দিন। (প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা)। বেতন: ১,৪৭,০০০ টাকা (মাসিক)।

পদের নাম: প্রোগ্রাম সহকারী। পদ সংখ্যা: নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা: আন্তর্জাতিক সম্পর্ক, মানবাধিকার, আন্তর্জাতিক রাজনীতি, অপরাধমূলক বিচার, হিসাববিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

কাজের ধরন: রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজারের সরাসরি তত্ত্বাবধানে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্টের সামগ্রিক প্রোগ্রাম বাস্তবায়নে সহায়তা করা। অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কাজে সমন্বয় করা।

প্রয়োজনীয় যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রোগ্রাম পরিচালনা সহায়তা করা। দাতা অথবা সরকারি অর্থায়নকৃত প্রোগ্রামগুলোর সাথে জড়িত ন্যূনতম দুই বছরের প্রকল্প সমন্বয়ের কাজের দক্ষতা থাকতে হবে।

সুযোগ-সুবিধা: সপ্তাহে ছুটি ২ দিন। (প্রতি সপ্তাহে ৪০ ঘণ্টা)। বেতন: ১,১০,০০০ টাকা (মাসিক)।

চাকরির ধরন: পূর্ণকালীন। চাকরির স্থান: অফিস। নিয়োগের স্থান: ঢাকা। ভাষা: ইংরেজি এবং বাংলায় সাবলীল হতে হবে।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ০৮ আগস্ট, ২০২৩।

এসি/ আইকেজে 

আরো পড়ুন: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের ১৭ পদে ২৫ জনকে নিয়োগ

মার্কিন দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন