বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া - ছবি: সংগৃহীত
ভারতের দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া এবং অভিনেতা বিজয় ভার্মার প্রেমের চর্চা নিয়ে অনেকদিন থেকেই ব্যস্ত সিনেমাপাড়া। এ নিয়ে ভক্তদের মাঝেও জল্পনার শেষ নেই। যদিও তামান্না কিছুদিন আগে নিজের প্রেমের কথা খোলাসা করেছিলেন। এবার এক সাক্ষাৎকারে তামান্নার প্রতি ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন বিজয়ও।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এর প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ‘দ্য লাস্ট স্টোরিজ ২’- এর এই অভিনেতা বিজয় ভার্মা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি তার প্রেমে মাতোয়ারা। এই প্রেমেই জীবনের রোমান্স খুঁজে পেয়েছি।
সিনেমার শুটিং করার সময় থেকেই তাদের প্রেমের গুঞ্জন। পর্দার পাশাপাশি বাস্তব জীবনের মেলবন্ধনে আবদ্ধ হয়ে পড়েন দুজন।
বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়া - ছবি: সংগৃহীত
সাক্ষাৎকারে বিজয়কে আরও প্রশ্ন করা হয়েছিল, তাদের প্রেম লাস্ট স্টোরিজ ২ প্রচার করার জন্য একটি প্রচারমূলক বিষয় ছিল কিনা। জবাবে বিজয় বলেন, ‘আমি মনে করি এটি এখন আর গোপনীয় কোন বিষয় নয়। বাস্তবিক জীবনে সবাই বুঝে গেছে যে, আমরা প্রেম করছি।
অন্যদিকে বিজয়ের প্রতিও অকপটে ভালবাসার কথা স্বীকার করেন তামান্না। তিনি বলেন, বিজয় আমার জীবনে এমন একজন ব্যক্তি যাকে আমি লালন করি। সে আমার জীবনে আনন্দের উৎস।
আরো পড়ুন: ভিকি-ক্যাটের রোমান্টিক ভিডিও ভাইরাল
তামান্না আরও বলেন, ‘তিনি (বিজয়) এমন একজন যার সঙ্গে আমি খুব গভীর বন্ধনে আবদ্ধ হয়েছি। তিনি এমন একজন যিনি সত্যিই আমার কাছে তার সমস্ত ভালোবাসা নিয়ে এসেছেন। বিজয় ভার্মা এবং তামান্না ইনস্টাগ্রামে একে অপরের পোস্টে মন্তব্যও করেন।
এম/