বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস *** গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর *** অর্থবছর শেষে বেড়েছে খাদ্য মজুদ *** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা

তৃতীয়বার সাফা গোল্ড অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৪

#

সাফা’র জয়েন্ট গোল্ড অ্যাওয়ার্ড গ্রহণ করছেন ওয়ালটন হাই-টেকের এএমডি ও সিএফও মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক।

সেরা আর্থিক প্রতিবেদন ২০২৩ প্রকাশের জন্য সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (সাফা) এর কাছ থেকে গোল্ড অ্যাওয়ার্ড পেলো গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ড ওয়ালটন। এই নিয়ে তৃতীয়বারের মতো সাফা’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

চলতি বছরের ১১ই নভেম্বর, শ্রীলঙ্কার কলম্বোতে হোটেল সিনামন লেকসাইড এ জাঁকজমকপূর্ণভাবে ‘সাফা বেস্ট প্রেজেন্টেড অ্যানুয়াল রিপোর্ট অ্যাওয়ার্ড’, ‘ইন্টিগ্রেটেড রিপোটিং অ্যাওয়ার্ড’ এবং ‘সার্ক এনিভার্সারি অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সাফার সভাপতি হেসানা কুরুপ্পু’র কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর (এএমডি) ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) মো. জিয়াউল আলম, এফসিএ, এসিএ (আইসিএইডব্লিউ) এবং ডেপুটি কোম্পানি সেক্রেটারি মো. এনামুল হক, এফসিএস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. পি. নন্দলাল বীরাসিংহ, সাফা’র স্থায়ী সচিব ড. জয়কুমার বাত্রা, ওয়ালটনের গ্লোবাল বিজনেস শাখার ভাইস-প্রেসিডেন্ট আব্দুর রউফসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্দ্ধতন কর্মকর্তাগণ।

আরো পড়ুন : বিনিয়োগ ব্যাংকিং চ্যাটবট ‘প্রাইমইনভেস্ট’ চালু করলো প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওয়ালটন হাই-টেকের এএমডি এবং সিএফও মো. জিয়াউল আলম বলেন, “যেকোনো পুরস্কারপ্রাপ্তি উক্ত প্রতিষ্ঠানের জন্য অবশ্যই গৌরবের। ওয়ালটন আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি এবং দেশীয় সকল আইন মেনে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছে, তারই স্বীকৃতি হিসেবে সাফা’র গোল্ড অ্যাওয়ার্ড অর্জন। সাফা কর্তৃপক্ষকে ওয়ালটন পরিবারের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। এটা শুধু ওয়ালটন পরিবারের অর্জন নয়; এই অর্জন সমগ্র বাংলাদেশের। এ ধরনের একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের নিকট থেকে পুরস্কারপ্রাপ্তি ওয়ালটনের দায়িত্ব আরো বাড়িয়ে দিয়েছে।”

সাফা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর অ্যাকাউন্টিং পেশার মান উন্নয়নের লক্ষ্যে ক্রমাগতভাবে কাজ করে যাওয়া একটি প্রতিষ্ঠান, যা ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। সাফা’র অন্যতম প্রধান প্রতিপাদ্য বিষয় হচ্ছে- আন্তর্জাতিক হিসাবরক্ষণ নীতি অনুযায়ী যেসব প্রতিষ্ঠান আর্থিক প্রতিবেদন প্রেজেন্টশন এবং ডিসক্লোজারে সর্বোচ্চ গুণগতমান রক্ষা করে তাদেরকে পুরস্কৃত করা। এরই ধারাবাহিকতায় ওয়ালটন পূর্ববর্তী বছরের মতো এবারও গোল্ড অ্যাওয়ার্ডে ভূষিত হলো। এবার ম্যানুফ্যাকচারিং ক্যাটাগরিতে ওয়ালটন গোল্ড পেয়েছে যৌথভাবে।

এস/কেবি

ওয়ালটন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন