ছবি: সংগৃহীত
বলিউডের তিন খানের বিরুদ্ধে যেন আদা জল খেয়ে লেগেছেন ‘দাবাং’ পরিচালক অভিনব কাশ্যপ। তাদের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলছেন, এমনকি বিস্ফোরক মন্তব্যও করছেন। সালমান খান, আমির খানের পর এবার তিনি মন্তব্য করলেন শাহরুখ খানকে নিয়েও। তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া।
এক সাক্ষাৎকারে শাহরুখ খানের প্রসঙ্গে অভিনব বলেন, ‘শাহরুখ শুধু নিতেই পারেন। সমাজের কাউকে কিছু দেওয়ার ক্ষমতা ওর নেই। আসলে বলিউডে এমন একটা চিন্তাধারা রয়েছে, যা আমি একেবারেই বিশ্বাস করি না। আর সেই বিশ্বাস হলো সিনেমা ভালো হলে তার সব কৃতিত্ব হয় নায়কের। সিনেমা যদি হিট না হয়, তাহলে তা পরিচালকের দোষ। এই ভাবনার অবসান হোক, আমি এটাই চাই। এটা এক প্রকার জিহাদি মানসিকতা।’
এই মন্তব্য করার পর তা নিয়ে জলঘোলা হলে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এর সাফাই দিয়ে অভিনব জানান, তিনি কাউকে আক্রমণ করতে চাননি। এরপর অভিনব বলেন, ‘আমি শাহরুখ, সালমান, আমির—তিনজনের সঙ্গেই কাজ করে দেখেছি এবং ওরা তিনজনই একই মানসিকতা পোষণ করেন।'
তার মতে, 'সালমান গায়ের জোরে সবটা পেতে চান। কিন্তু শাহরুখ তা করেন না। তিনি এত অসভ্য নন। শাখরুখ যেটা করেন, তা হলো ছবির আইডিয়া চুরি। আমি ভেবেছিলাম আমার ছবিতে অভিনয়ের সময় শাহরুখ অভিনয় ছাড়া আর কিছুতেই নাক গলাবেন না।'
তিনি বলেন, 'কিন্তু তা হয়নি। কারণ, আমি যে ছবির প্রস্তাব দিয়েছিলাম তা শাহরুখ তার প্রযোজনা সংস্থা থেকে করতে চেয়েছিলেন।’ এ ছাড়া অভিনব আরো বলেন, ‘শাহরুখ নাকি তার ও সালমানের মধ্যকার যে দ্বন্দ্ব, সেই সব সমস্যার সমাধানে মধ্যস্থতা করেছিলেন।’
একই সঙ্গে তিনি বলেন, ‘শাহরুখের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি এমন অনেক কিছু জানি, যা প্রকাশ্যে আনলে সমস্যায় পড়বেন শাহরুখ। কিন্তু আমি চাই না আমার কারণে তার সংসার ভাঙুক।’
জে.এস/
খবরটি শেয়ার করুন