শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

চোখ দেখেই বয়স বলে দেবে এআই

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৪ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

চোখের রেটিনার ছবি বিশ্লেষণ করে একজন মানুষের প্রকৃত বয়স জানাতে সক্ষম কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল তৈরি করেছেন চীনের একদল গবেষক। বয়স নির্ধারণের এ প্রযুক্তি শুধু বার্ধক্য শনাক্তেই নয়, নারীর প্রজননস্বাস্থ্য পর্যবেক্ষণেও সহায়ক হতে পারে।

এদিকে গবেষকদের দাবি, মডেলটি চোখের ফান্ডাস ইমেজ বিশ্লেষণ করে একজন মানুষের প্রকৃত বয়স নির্ধারণের পাশাপাশি ‘রেটিনাল এজ’ নির্ধারণ করতে পারে।

গবেষকদের তথ্যমতে, মানুষের প্রকৃত বয়স ও চোখের বয়সের মধ্যে পার্থক্য বা ‘রেটিনাল এজ গ্যাপ’ যদি বেশি হয়, তাহলে তা দেহের অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গেও দ্রুত বার্ধক্যের ইঙ্গিত দিতে পারে। বিশেষত নারীদের ক্ষেত্রে এ বয়সের পার্থক্য সন্তান ধারণের সক্ষমতা বা দ্রুত মেনোপজের ঝুঁকি সম্পর্কে আগাম ধারণা দিতে পারে।

এ গবেষণার পেছনে রয়েছে ‘ফ্রোজেন অ্যান্ড লার্নিং এনসেম্বল ক্রসওভার’ বা ফ্লেক্স নামের একটি উন্নত এআই মডেল। গবেষকেরা ১০ হাজারের বেশি মানুষের চোখের ২০ হাজারের বেশি ছবি এবং প্রায় ১ হাজার ৩০০ প্রি-মেনোপজাল নারীর ২ হাজার ৫০০ রেটিনা চিত্র বিশ্লেষণ করে এআইটিকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চোখের পেছনের অংশ রেটিনায় যেখানে দেহের সূক্ষ্ম রক্তনালির চিত্র প্রতিফলিত হয়, তা বিশ্লেষণ করে ফ্লেক্স এআই বয়স নির্ধারণ করে। এরপর তা ব্যক্তির প্রকৃত বয়সের সঙ্গে তুলনা করে রেটিনাল এজ গ্যাপ নির্ধারণ করা হয়।

গবেষণায় দেখা গেছে, যেসব নারীর চোখের বয়স তাদের প্রকৃত বয়সের চেয়ে বেশি, তাদের রক্তে অ্যান্টি-মুলেরিয়ান হরমোনের (এএমএইচ) পরিমাণ তুলনামূলকভাবে কম থাকে। এ হরমোন নারীর ডিম্বাণু রিজার্ভ বোঝাতে ব্যবহৃত হয়। কম এএমএইচ মানে গর্ভধারণের সম্ভাবনাও কম।

এ ছাড়া ৪০ থেকে ৫০ বছর বয়সী নারীদের নিয়ে গবেষণায় দেখা গেছে, রেটিনার বয়স যত বাড়ে, এএমএইচের মাত্রা কমে যাওয়ার আশঙ্কাও তত বাড়ে। ৪০ থেকে ৪৪ বছর বয়সীদের ক্ষেত্রে প্রতিটি বাড়তি রেটিনাল বছর এএমএইচ কমে যাওয়ার ঝুঁকি ১২ শতাংশ এবং ৪৫ থেকে ৫০ বছর বয়সীদের ক্ষেত্রে এই ঝুঁকি বেড়ে দাঁড়ায় ২০ শতাংশে।

গবেষণার প্রাথমিক ফলাফল আশাব্যঞ্জক হলেও তা চিকিৎসাক্ষেত্রে ব্যবহার করতে হলে আরও ব্যাপক গবেষণা প্রয়োজন বলে জানিয়েছেন গবেষকেরা। গবেষকেরা জানিয়েছেন, চোখের ছবি বিশ্লেষণ করে ডায়াবেটিস, হৃদ্‌রোগ বা স্নায়বিক সমস্যারও আগাম ইঙ্গিত পাওয়া সম্ভব; যদিও এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।

সূত্র: বিজিআর

আরএইচ/

এআই সুন্দরী এআই প্রযুক্তি চোখ দেখে বয়স নির্ণয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250