সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বুধবারের মধ্যে চিন্ময় দাসের মুক্তি দাবি সনাতনী জোটের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৭ পূর্বাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৪

#

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে একদিনের মধ্যে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে জোটের নেতারা চলমান ‘অহিংস আন্দোলন’ আরও জোরালো করার হুঁশিয়ারি দিয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সংবাদ সম্মেলনে তারা রাজধানীর শাহবাগে ও চট্টগ্রামে আদালত চত্বরে সনাতনীদের ওপর হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার বুধবারের মধ্যে চিন্ময় দাসকে মুক্তি দেওয়ার দাবি তুলে ধরেন। তা না হলে সারাদেশে ‘অহিংস আন্দোলন’ আরও বেগবান করার হুঁশিয়ারি দেন তিনি।

“শুধু বাংলাদেশে না বিশ্বব্যাপী এই আন্দোলন ছড়িয়ে পড়বে বলে আমি মনে করি,” যোগ করেন তিনি।

সম্মিলিত সনাতনী জাগরণ জোটের কেন্দ্রীয় প্রতিনিধি প্রসেনজিৎ কুমার হালদার বলেন, “বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে এই দেশে একটি নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে। আমরা ধরে নিয়েছিলাম, ছাত্র আন্দোলনে অনেক ছাত্র বলিদান দিয়েছে। এর মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। কিন্তু সেই স্বপ্ন, আবার আমরা দেখলাম সব কিছুতেই সনাতনী সম্প্রদায়কে বলির পাঠা হিসেবে ব্যবহার করা হচ্ছে।

“কোনো কারণে আওয়ামী লীগ জিতলে বিএনপির লোকজন আমাদের উপর অত্যাচার নির্যাতন করে। আবার বিএনপি জিতলে আওয়ামী লীগ বা অন্যান্য দল আমাদের উপর অত্যাচার নির্যাতন করে। সব মিলিয়ে আমাদেরকে একটা ফুটবলের মত ব্যবহার করা হয়। ৫ই অগাস্টের পর অত্যাচার নির্যাতনের পরে প্রধান উপদেষ্টা বিমানবন্দরে নামার পরেই বলেছিল সংখ্যালঘুদের উপর অত্যাচার নির্যাতন হচ্ছে, তা যেন আর না হয়।”

কোনো রাজনৈতিক দলই সংখ্যালঘু নির্যাতন থেকে বের হতে পারছে না দাবি করে প্রসেনজিৎ বলেন, “বাংলাদেশের সনাতনীরা মনে করছি বাংলাদেশে আমাদের কোনো বন্ধু নাই। এই সনাতনী সম্প্রদায়ের উপর যে নির্যাতন, এ থেকে মুক্তির জন্য আন্দোলেনের কোনো বিকল্প নাই, ঐক্যের কোনো বিকল্প নাই।

“চট্টগ্রামে সমাবেশকে কেন্দ্র করে কে বা কারা কোন পতাকা স্থাপন করেছে সেটা আমরা আদৌ জানি না। এটাকে কেন্দ্র করে একটা মামলা করা হয়েছে। আজকে সারা বাংলাদেশের সনাতনী কান্ডারি, শুধু বাংলাদেশের না সারা বিশ্বের সনাতনীদের আইকন চিন্ময় কৃষ্ণ ব্রহ্মচারী প্রভুসহ অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে।”

আই.কে.জে/

সনাতনী জোট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন