মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক *** সংসদে সংরক্ষিত আসন চায় দলিত সম্প্রদায় *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় নরেন্দ্র মোদির শোক *** সাগরিকার হ্যাটট্রিকে নেপালকে উড়িয়ে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ *** উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর শোক *** হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ প্রধান উপদেষ্টার *** নিরীহদের হয়রানি না করতে অনুরোধ গোপালগঞ্জ জেলা বিএনপির *** পাইলট বিমানটিকে জনবিরল এলাকায় নেওয়ার চেষ্টা করেন: আইএসপিআর *** বিসিবির সিদ্ধান্ত বদল, স্টেডিয়ামে খাবার নিয়ে ঢুকতে মানা *** বিমান দুর্ঘটনা থেকে অল্পের জন্য বাঁচলেন অভিনেত্রী সানা

সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধি জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

জনস্বাস্থ্য সুরক্ষায় সিগারেটের চার স্তরেই মূল্য ও কর হার বৃদ্ধি জনস্বাস্থ্য সুরক্ষায় অত্যন্ত ইতিবাচক ও যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখছে  বিভিন্ন ধুমপান বিরোধী সংগঠন ও ব্যক্তি। 

গত বৃহস্পতিবার (৯ই জানুয়ারি) রাতে শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করে এ-সংক্রান্ত দুটি অধ্যাদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এর ফলে এই অধ্যাদেশের পরিবর্তনগুলো সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গেছে। নতুন জারি করা এ অধ্যাদেশ দুটি হলো মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং দি এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

বাংলাদেশ নেটওয়ার্ক ফর টোব্যাকো ট্যাক্স পলিসি (বিএনটিটিপি) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তামাক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা দীর্ঘদিন থেকে তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার মুদ্রাস্ফিতি অনুযায়ী বৃদ্ধি করার দাবি জানালেও তা মানা হয়নি। ফলে দেশে জনস্বাস্থ্যের ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বিষয়টি অনুভব করে জনস্বাস্থ্য রক্ষায় যে হারে সব স্তরের সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধি করেছে তা কিছুটা হলেও মুদ্রাস্ফিতিকে আমলে নেয়া হয়েছে। এতে জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ও কার্যকর অবদান রাখবে।

নতুন অধ্যাদেশে নিম্ন স্তরের ১০ শলাকা সিগারেটের দাম মাত্র ১০ টাকা বাড়িয়ে ৬০ টাকা করা হয়েছে। একইসঙ্গে এ স্তরের কর হার ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬৭ শতাংশ করা হয়েছে। যা বাংলাদেশের ইতিহাসে জনস্বাস্থ্য সুরক্ষায় যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ দেশে মোট সিগারেটের ৭০ শতাংশের বেশি ভোক্তা নিম্ন স্তরের সিগারেটের। এছাড়া মধ্যম স্তরের ১০ শলাকার সিগারেট ১০ টাকা বৃদ্ধি করে ৮০ টাকা, উচ্চ স্তরে ২০ টাকা বৃদ্ধি করে ১৪০ টাকা এবং অতিউচ্চ স্তরের সিগারেটের ১০ শলাকার মূল্য ২৫ টাকা বৃদ্ধি করে ১৮৫ টাকা করা হয়েছে। একইসঙ্গে এই তিন স্তরের কর হার ৬৫.৫ শতাংশ থেকে বৃদ্ধি করে ৬৭ শতাংশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অধ্যাদেশে মুদ্রাস্ফিতি ও মানুষের ক্রয় সামর্থ বৃদ্ধি কিছুটা বিবেচনায় নিলেও সিগারেটের এ মূল্য ও কর হার বৃদ্ধি যথেষ্ট নয়, তবুও এটা জনস্বাস্থ্য সুরক্ষায় ও সরকারের রাজস্ব বৃদ্ধিতে সহায়ক হবে। একইসঙ্গে তামাক কোম্পনির অযাচিত মুনাফা বৃদ্ধির লাগাম টেনে ধরবে। তবে এই সুযোগে দেশের দুটি কোম্পানি সিগারেট মজুদ করে চোরাচালানের মিথ প্রচার করতে পারে এবং তারা নকল সিগারেট বাজারজাত করে কর ফাঁকি দিতে পারে। এজন্য নজরদারি বৃদ্ধির পাশাপাশি ব্যান্ডরোলে কিউআর কোড যুক্ত করে কর আদায় ব্যবস্থা আরও ডিজিটালাইজ করতে হবে।

বিড়ি ও ধোঁয়হীন তামাকজাত দ্রব্যের মূল্য ও কর হার বৃদ্ধি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতাধিক পণ্যের মূল্য ও কর হার বৃদ্ধি করা হলেও বিড়ি ও ধোঁয়াহীন তামাকজাত দ্রব্যের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি। যা অত্যন্ত হতাশাজনক। কারণ এগুলোর ভোক্তা অনেক বেশি এবং স্বাস্থ্য ক্ষতিও বেশি। তবে সিগারেটের ক্ষেত্রে মূল্য ও কর বৃদ্ধি করলেই হবে না, সরকারকে সর্বোচ্চ খুচরা মূল্যে সিগারেটের বিক্রি নিশ্চিত করার পাশাপাশি মূল্য বৃদ্ধির প্রস্তাবনা থেকে তদুর্ধ্ব শব্দ বাতিল করতে হবে। কারণ এগুলো কোম্পানির মুনাফা বৃদ্ধি ও রাজস্ব ফাঁকিতে সহায়ক হিসেবে কাজ করছে।

সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধিতে নতুন অধ্যাদেশের প্রতিক্রিয়া জানিয়ে বিএনটিটিপির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. রুমানা হক বলেন, সিগারেটের মূল্য ও কর হার বৃদ্ধি নিঃসন্দেহে অত্যন্ত ইতিবাচক। তবে তামাকজাত দ্রব্যের ওপর করারোপে ত্রুটিপূর্ণ অ্যাডভেলোরেম পদ্ধতি বহাল রাখা হয়েছে। অ্যাডভেলোরেম পদ্ধতির পরিবর্তে সুনির্দিষ্ট কর আরোপ করা হলে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি তামাকের ব্যবহার কমাতে কার্যকর অবদান রাখতো। এ ছাড়া তামাক কোম্পানির কর ফাঁকি দেওয়ার সুযোগ কমতো। তবে তামাক কোম্পানি যাতে নকল সিগারেটের মাধ্যমে কর ফাঁকি দিতে না পারে এজন্য পাইকারি, খুচরা বিক্রয়কারী ডিলার, ডিস্ট্রিবিউটর ও বিক্রয়কেন্দ্রগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি স্বাস্থ্যকর খাবারে কর কমাতে হবে।

কেসি/কেবি


সিগারেট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন