শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই *** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী

তিন বান্ধবী মিলে ৪ হাজার বই পড়ার রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৯ অপরাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

রাজধানীর হলিক্রস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল মাওয়া, ফাইজা এলাহী প্রজ্ঞা এবং লামিয়া হোসেন রোদেলা। এদের মধ্যে প্রজ্ঞা বাণিজ্য বিভাগের এবং মাওয়া ও রোদেলা মানবিক বিভাগের শিক্ষার্থী। তিনজনেরই আগ্রহ বই পড়ায়। তিন বান্ধবী মিলে বিশ্বসাহিত্য কেন্দ্র থেকেই পড়েছে প্রায় চার হাজার বই।

শুক্রবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে বিশ্বসাহিত্য কেন্দ্রে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় এই তিন শিক্ষার্থীর। বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদের সঙ্গে তারাও এসেছে বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫ বছর পূর্তির অনুষ্ঠানে যোগ দিতে।

রবীন্দ্রনাথ ঠাকুর, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, হুমায়ূন আহমেদ, ড. মুহম্মদ জাফর ইকবাল ও আনিসুল হকের বইয়ের প্রতি আগ্রহ বেশি এই তিন শিক্ষার্থীর।

তিনজনের মধ্যে জান্নাতুল মাওয়া একাই পড়েছে তিন হাজার বই। এত বই কীভাবে পড়া সম্ভব হলো- জানতে চাইলে মাওয়া গণমাধ্যমকে বলেন, ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় থেকেই বিশ্বসাহিত্য কেন্দ্রের বই পড়ি। করোনা মহামারির সময়ে যখন স্কুল বন্ধ ছিল তখন সবথেকে বেশি বই পড়েছি। এত বই পড়ার কারণে তখন বাসায় রাগ করতো। সারাক্ষণ বই নিয়ে বসে থাকতাম। বই পড়া আমার শখ। এরই মধ্যে তিন হাজার বই পড়েছি- এটা ভাবতেই ভালো লাগে।

আরও পড়ুন: ভালো ফল করায় হেলিকপ্টারে ভ্রমণের সুযোগ পেলো ৩২ শিক্ষার্থী

ফাইজা এলাহী প্রজ্ঞা পড়েছে পাঁচ শতাধিক বই। ক্লাসের পড়ার পাশাপাশি নিয়মিত বিভিন্ন ধরনের বই পড়ে সে। প্রজ্ঞা বলেন, ক্লাসের পড়ার চাপ রয়েছে। তারমধ্যেও অন্য বই পড়ার চেষ্টা করি। হুমায়ূন আহমেদ স্যার ও ড. মুহম্মদ জাফর ইকবাল স্যারের বই বেশি পড়েছি।

ভৌতিক ও অতিপ্রাকৃত গল্পের বই পড়ার শখ লামিয়া হোসেন রোদেলার। রোদেলা বলে, ভৌতিক গল্পের বই বেশি পড়েছি। মজার মজার গল্পের বই পড়ার প্রতি আমার আগ্রহ বেশি। অ্যাডভেঞ্চার ও অন্য বইও পড়েছি। ক্লাসের পাড়ার সঙ্গে সঙ্গে নিয়মিত অন্য বইও পড়ি। এরই মধ্যে তিন শতাধিক বই পড়েছি।

বিশ্বসাহিত্য কেন্দ্রের ৪৫তম বছর পূর্তির আয়োজন চলছে আজ। এদিন সকাল ১০টা থেকে বিশ্বসাহিত্য কেন্দ্র শিক্ষার্থী, লেখক, পাঠকের মিলনমেলায় পরিণত হয়েছে। দিনব্যাপী এই আয়োজন চলবে রাত ১০টা পর্যন্ত।

এসকে/ 

বিশ্বসাহিত্য কেন্দ্র বই পড়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250