শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেফ এক্সিটকে সন্দেহের চোখে দেখছে বিএনপি, বিব্রত কোনো কোনো উপদেষ্টা *** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল

রোমানিয়ায় পড়তে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য সুখবর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ১০ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত বাংলাদেশি শিক্ষার্থীরা ভিয়েতনামের হ্যানয়ে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত দেশটির দূতাবাসে আবেদন ভিসা আবেদন করতে পারবেন।  

মঙ্গলবার (১০ই সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য মনোনীত বাংলাদেশী শিক্ষার্থীরা এখন থেকে ভারতের নয়াদিল্লীস্থ রোমানিয়া দূতাবাসের পাশাপাশি ভিয়েতনামের হ্যানয়ে অবস্থিত রোমানিয়া দূতাবাস ও থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত রোমানিয়া দূতাবাসে স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করতে পারবেন।

রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম থেকে জানা যায়, দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস যেহেতু বাংলাদেশিদের ভিসা ইস্যু করে থাকে, তাই তাদের এখন রোমানিয়ার ভিসা নিতে গেলে দিল্লি যেতে হয়। কিন্তু ভারত সম্প্রতি বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে। এ কারণে রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ৮০০-৯০০ বাংলাদেশি শিক্ষার্থী অফার লেটার পেলেও ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। ভিসা সংকট দ্রুত সমাধানের দাবিতে আবেদন করেন শিক্ষার্থীরা। এ অবস্থায় রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ভিসা সেন্টার, রেক্টরস অ্যাসোসিয়েশনে যোগাযোগ করে ভিসা জটিলতা সমাধানের চেষ্টা করে। ফলে বাংলাদেশের কাছাকাছি থাকা থাইল্যান্ড ও ভিয়েতনামে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে রাজি হয়েছে। ফলে এখন থেকে ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংককে রোমানিয়া দূতাবাস থেকে ভিসা পাওয়া যাবে।

এ বিষয়ে রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী গণমাধ্যমকে বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে ২৭৪ শিক্ষার্থী সরাসরি আবেদন করেছিলেন, যাতে তাদের বিষয়টি দ্রুত সুরাহা করা হয়। কারণ ১লা অক্টোবর থেকে তাদের ক্লাস শুরু হবে। এ ছাড়া অনেকে দূতাবাস ও আমাকে ই-মেইলের মাধ্যমে অনুরোধ করেছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর আমরা রোমানিয়ার বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি।

আরও পড়ুন: এইচএসসির ফল প্রকাশ কবে, জানাল আন্তঃশিক্ষা বোর্ড

রাষ্ট্রদূত বলেন, তাদের বোঝাতে সক্ষম হয়েছি, ভারতের ভিসা বন্ধ থাকায় তারা রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে পারছেন না। এ অবস্থায় তারা যেন বাংলাদেশ থেকে কাছাকাছি অবস্থিত তাদের দূতাবাস থেকে ভিসা দেয়। তারা রাজি হয়েছে। ফলে শিক্ষার্থীরা ভারতের পাশাপাশি এখন থাইল্যান্ড ও ভিয়েতনামে অবস্থিত রোমানিয়ার দূতাবাস থেকেও ভিসা নিতে পারবেন।

তিনি বলেন, দীর্ঘদিন যদি ভারতের ভিসা বন্ধ থাকে তাহলে শ্রমিকদের ভিসার দায়িত্ব ওই দুটো দেশে অবস্থিত রোমানিয়ার দূতাবাসের ওপর যেন দেওয়া হয় সে অনুরোধও করা হচ্ছে। এ বিষয়ে কাজ চলমান।

রোমানিয়ার মতো বুলগেরিয়ায় ভর্তিচ্ছু প্রায় ৬০০ শিক্ষার্থীর ভিসা নিয়েও একই সমস্যা হয়েছে। এ ব্যাপারে বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে এ সপ্তাহেই বসছে দূতাবাস। তারাও একই ধরনের সমাধান বের করার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

এসি/কেবি

সুখবর রোমানিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250