সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

মানুষের মতোই রক্ত দিতে পারে কুকুর!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি

মানুষের মতোই সারমেয়দেরও (কুকুর)  রক্তের একাধিক গ্রুপ রয়েছে এবং তারাও মানুষের মতোই রক্ত দিতে পারে। পশ্চিমবঙ্গের কলকাতার বুকে বিনামূল্যেই রয়েছে পোষ্যের শারীরিক পরীক্ষার পাশাপাশি ডায়ালিসিসের ব্যবস্থাও।

মঙ্গলবার (২৫শে ফেব্রুয়ারি) কলকাতায় রক্তদান করেছে একটি রিট্রিভার প্রজাতির সারমেয়। এই বিষয়টি প্রকাশ্যে আসতেই বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সকলের মনে। কেউ ভাবছেন এই রক্তদানের পদ্ধতি কী? কারও মনে প্রশ্ন, মানুষের মতোই কি একাধিক ব্লাড গ্রুপ রয়েছে এই না-মানুষদেরও?

ডোবারম্যানের প্রাণ বাঁচাতে রিট্রিভারের এই রক্তদানকে কেন্দ্র করে এই প্রশ্ন সবার। এবিষয়ে যোগাযোগ করা হয় অ্যানিম্যাল হেলথ প্যাথলজিকাল ল্যাবের (এখানেই হয়েছে রক্তদান) প্রতীপ চক্রবর্তীর সঙ্গে। তিনিই জানান, মানুষের মতোই সারমেয়দেরও রক্তের একাধিক গ্রুপ রয়েছে। তবে  তুলনামূলক ভাগটা কম। মানুষের রক্তদানের ক্ষেত্রে গ্রুপ ম্যাচ আবশ্যক। এক্ষেত্রে সারমেয়দের একটু বাড়তি সুবিধা রয়েছে। আপৎকালীন পরিস্থিতিতে প্রথমবার চাইলে গ্রুপ না মিললেও রক্ত নেওয়া যায়।’ 

তিনি আরো বলেন, , তাঁদের ইচ্ছে আছে ডোনারদের একটা তালিকা তৈরি করার। ফলে কোনও চারপেয়ের আচমকা রক্তের প্রয়োজন  পড়লে হদিশ পাওয়া অপেক্ষাকৃত অনেকটা সহজ হবে।

কেসি/  আই.কে.জে


কুকুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন