ছবি: সংগৃহীত
ইউরোপের ছয় দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করার ঘোষণা দিয়েছে চীন। আগামী মার্চ মাস থেকে ওই ছয় দেশকে ভিসা-মুক্ত ভ্রমণের সুবিধা দেবে বেইজিং।
বৃহস্পতিবার (৭ই মার্চ) বেইজিংয়ে ন্যাশনাল পিপলস কংগ্রেসের বৈঠকের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেছেন, ইউরোপের ছয় দেশের জন্য এই সুবিধা আগামী ১৪ই মার্চ থেকে কার্যকর হবে।
সংবাদ সম্মেলনে ওয়াং ই বলেন, ‘‘চীন পাইলট ভিত্তিতে আগামী ১৪ই মার্চ থেকে সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, হাঙ্গেরি, অস্ট্রিয়া, বেলজিয়াম এবং লুক্সেমবার্গের নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা চালু করবে।’’
সুইজারল্যান্ড ও আয়ারল্যান্ডের পাসপোর্টধারীদের জন্য ভিসা-মুক্ত প্রবেশের সুবিধা গত জানুয়ারিতে ঘোষণা দিয়েছিল চীন। ওই সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং উভয় দেশ সফর করেন। চীনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা পাওয়া দেশগুলোর তালিকায় ইউরোপের ওই ছয় দেশকে সর্বশেষ যুক্ত করা হয়েছে।
আরো পড়ুন: সরে দাঁড়াবেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি
ওয়াং ই বলেছেন, ‘‘আমরা আশা করি আরো অনেক দেশ চীনা নাগরিকদের জন্যও ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করবে। পাশাপাশি আন্তঃসীমান্ত ভ্রমণের জন্য দ্রুত ট্র্যাক নেটওয়ার্ক তৈরি ও পুনরায় আন্তর্জাতিক যাত্রীবাহী ফ্লাইট দ্রুত চালু করতে আমাদের সাথে কাজ করবে।’’
গত জানুয়ারিতে একে অপরের নাগরিকদের জন্য পর্যটন ভিসার প্রয়োজনীয়তা স্থায়ীভাবে বাতিল করে থাইল্যান্ড ও সিঙ্গাপুরের সাথে একটি চুক্তি স্বাক্ষর করে চীন। এছাড়া গত বছরের নভেম্বরে, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, স্পেন এবং মালয়েশিয়ার পর্যটকদের জন্য ১৫ দিনের ভিসা-মুক্ত প্রবেশ সুবিধা চালু করে দেশটি। যদিও ওই সময় পরীক্ষামূলক কর্মসূচির অংশ হিসেবে এটি করা হয়েছিল।
সূত্র: সিএনএন
এইচআ/
খবরটি শেয়ার করুন