শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

সরে দাঁড়াবেন ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০১ অপরাহ্ন, ৭ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থিতা থেকে সরে দাঁড়াচ্ছেন রিপাবলিকান দলের প্রার্থী ও জাতিসংঘের সাবেক রাষ্ট্রদূত নিকি হ্যালি। তার সরে দাঁড়ানোর মধ্য দিয়ে রিপাবলিকান দলের মনোনয়ন পাবেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২৪ সালের নভেম্বরের নির্বাচনে আবার প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে লড়বেন তিনি।

মার্কিন গণমাধ্যম জানিয়েছে, সুপার টুয়েসডেতে রিপাবলিকান মনোনীত প্রতিযোগিতায় সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প প্রায় সব রাজ্যে জয়লাভ করার কয়েক ঘণ্টা পরেই এই খবর আসে। ভারমন্টের রিপাবলিকান প্রাইমারিতে জয়ের সঙ্গে সুপার টুয়েসডে প্রতিযোগিতায় ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন হ্যালি। সেখানেই নিকি হ্যালির কাছে হেরেছেন ট্রাম্প।

আরো পড়ুন: ৫ বছর পর শ্রীনগরে মোদি, যোগ দিবেন সমাবেশে

এদিকে সুপার টুয়েসডেতে ১৫টি অঙ্গরাজ্যে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রাথমিক পর্বে বড় ধরনের সাফল্য পেয়েছেন ট্রাম্প। ১৫টির মধ্যে ১৩টিতে জয় নিশ্চিত করেছেন ট্রাম্প । 

সূত্র: সিবিএস নিউজ 

এইচআ/ 

নিকি হ্যালি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন

খবরটি শেয়ার করুন