শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাকসুতে ভিপি-এজিএসে শিবির, জিএস আধিপত্যবিরোধী ঐক্যের জয় *** রাষ্ট্রীয় উদ্যোগে ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু হচ্ছে আজ *** জুলাই সনদ স্বাক্ষরের অপেক্ষা *** ‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে উত্তরের মানুষ... *** সব গণমাধ্যমকে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান সরাসরি সম্প্রচারের আহ্বান প্রধান উপদেষ্টার *** ‘লং মার্চ টু যমুনা’ স্থগিত, নতুন কর্মসূচি দিলেন শিক্ষকরা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুক্রবারই, বাদ পড়লে পরেও স্বাক্ষর করা যাবে: আলী রীয়াজ *** সাবেক বিএফআইইউ প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা *** সাত কলেজ নিয়ে বিভিন্ন গ্রুপ গুজব ছড়াচ্ছে: শিক্ষা উপদেষ্টা *** এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশের বেশি বাড়ানো সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

‘আপাতে’ গান দিয়ে নতুন উচ্চতায় পৌঁছালেন রোজে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত প্লেলিস্ট থেকে সোশ্যাল মিডিয়ার রিলস—সবখানে সবার পছন্দের গান ‘আপাতে’। দক্ষিণ কোরিয়ার নারী ব্যান্ড ব্ল্যাকপিঙ্কের অন্যতম সদস্য রোজের সঙ্গে এই গানে কণ্ঠ দিয়েছেন ব্রুনো মার্স। এই জুটির আপাতে প্রকাশিত হয় গত বছরের ১৮ই অক্টোবর। তখন থেকে সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন স্ট্রিমিং প্ল্যাটফর্মে রাজত্ব করছে গানটি।

এক বছরের কম সময়ে, মাত্র ৩৩৪ দিনে ইউটিউবে দুই বিলিয়ন ভিউর মাইলফলক পেরিয়ে গেল আপাতে। এর মাধ্যমে রোজে পৌঁছে গেলেন নতুন উচ্চতায়। তিনি একমাত্র নারী শিল্পী, যার গান ইউটিউবে এত দ্রুত সময়ে দুই বিলিয়ন ভিউর রেকর্ড গড়েছে। খবর এএফপির।

এর আগে লুইস ফসনির ‘ডেসপাসিতো’, এড শিরানের ‘শেপ অব ইউ’ এবং মারুন ফাইভ ফিচারিং কার্ডি বি-এর ‘গার্লস লাইক ইউ’ গানগুলো প্রকাশের এক বছরের কম সময়ে ইউটিউবে দুই বিলিয়ন ভিউ পেয়েছিল। এই তালিকায় চতুর্থ শিল্পী হিসেবে আপাতে গান দিয়ে তাদের দলে নাম লেখালেন রোজে।

কোরিয়ান ভাষায় আপাতে শব্দের অর্থ অ্যাপার্টমেন্ট। এটি মূলত একটি ড্রিংকিং গেম। মদ্যপান করার সময় একজন আরেকজনের হাতের ওপর হাত রেখে, অনেকটা ভবনের মতো আকৃতি তৈরি করে, অনেকে মিলে এটি খেলা হয়।

গানটির নেপথ্যের গল্প প্রসঙ্গে রোজে জানিয়েছেন, দক্ষিণ কোরিয়ায় কারও ২০ বছর বয়স হলে তিনি মদ্যপানের অনুমতি পান। রোজের বয়স যখন ২০ পূর্ণ হয়, তখন ব্ল্যাকপিঙ্কের সদস্যদের সঙ্গে তিনিও প্রথম মদ্যপান করেন। সেখানে খেলাটি হয়েছিল। খেলার সময় ‘আপাতে আপাতে’ বলার যে ছন্দ, সেটি মাথায় গেঁথে গিয়েছিল রোজের। পরে এটি নিয়ে একটি গান লেখেন।

আপাতে গানে ব্রুনো মার্সের যুক্ত হওয়ার বিষয়ে রোজে জানান, বছর দুয়েক আগে সিওলে কনসার্ট করতে গিয়েছিলেন ব্রুনো। সেই কনসার্টে ব্রুনোর গান শুনে তার ভক্ত হয়ে যান রোজে। কোলাবোরেশনের প্রস্তাব দিয়ে ব্রুনোকে তিনটি গান পাঠান। আপাতে গানটি বেশি পছন্দ করেন ব্রুনো। রাজি হন এই গানে কণ্ঠ দিতে। এরপর বাকিটা ইতিহাস।

জে.এস/

রোজে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250