বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা-করাচি সরাসরি ফ্লাইট চালু আজ *** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি

হাওরে ধান চাষের পাশাপাশি হাঁসের খামার, লাভবান কৃষকরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩১ পূর্বাহ্ন, ৬ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

নেত্রকোণার হাওরে হাঁসের খামার করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এ অঞ্চলের কৃষকরা। ধান, মাছ চাষ করার পাশাপাশি হাওরে এখন জনপ্রিয় হয়ে উঠেছে হাঁসের খামার।

নেত্রকোণা জেলার খালিয়াজুড়ি উপজেলার মেন্দিপুরের নূরপুর বোয়ালি গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী সজল মিয়ার একটি হাঁসের খামার রয়েছে। ৩১০০ হাঁসের এ খামারটিতে ডিম দেয় প্রায় ১৮০০টি হাঁস। তার খামারে হাঁসের বাচ্চা, ডিম এবং বড় হাঁস বিক্রি করে বছরে ৬০-৭০ লাখ টাকা আয় করেন তিনি। তার খামারে চৈত্র  মাসে হাঁসের বাচ্চা উৎপাদন করা হয় এবং জৈষ্ঠ্যমাসের শেষের দিকে বিক্রি করে দেওয়া হয়। তার খামার থেকে ডিম পাঠানো হয় ঢাকা, নোয়াখালী, বরিশাল, ভোলাসহ দেশের বিভিন্ন জায়গায়।

কৃষক বাবার সংসারে আর্থিক টানাপোড়ন চলছিল। বাবাকে আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই তিনি এ খামার গড়ে তুলেন। প্রাতিষ্ঠানিক কোনও প্রশিক্ষণ না থাকলেও হাওরাঞ্চলে অনেক কৃষক বংশ পরম্পরায় পূর্বপুরুষদের শেখানো পদ্ধতিতে কৃষিকাজ ও হাঁস পালন করে আসছেন।

হাওরপারের বোয়ালী গ্রামের  কৃষক আলী হোসেন বলেন, ধান চাষের পাশাপাশি  হাঁসের খামার করে আমরা লাভবান হচ্ছি। বন্যার পানি এসে অনেক বছর আমাদের ফসল নষ্ট করে দেয়। একটিমাত্র ফসল নষ্ট হয়ে গেলে সারাবছর আমাদের কষ্ট করে চলতে হয়। ফসল বিক্রি করেই আমাদের সংসার চলে। এজন্যই ধান চাষের পাশাপাশি আমরা লাভজনক কিছু করার চেষ্টা করছি। হাঁসের খামারে কম সময়ে বেশি লাভ করা যায়।

আরও পড়ুন: বিরামপুরে মাল্টা চাষে নীরব বিপ্লব

এসি/ আই.কে.জে


হাঁসের খামার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250