শুক্রবার, ২৭শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
১৩ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

১১ ডিগ্রির ঘরে নামলো পঞ্চগড়ের তাপমাত্রা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৬ পূর্বাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

শীতে কাঁপছে উত্তরের হিমপ্রবণ জেলা পঞ্চগড়। রাতভর বৃষ্টির মতো ঝরতে থাকে কুয়াশা। খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন গ্রামাঞ্চলের হতদরিদ্র মানুষগুলো।

রোববার (৮ই ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় রেকর্ড করা হয় ১২ ডিগ্রি সেলসিয়াস। তিন দিন পর ১২ ডিগ্রির ঘর থেকে ১১ ডিগ্রির ঘরে নামল তাপমাত্রা। জেলার প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগার তেঁতুলিয়া অফিস এ তথ্য নিশ্চিত করেছে।  

হোসেন আলী, আলাউদ্দিন ও আমির আলী গণমাধ্যমকে জানান, রাতে প্রচণ্ড ঠান্ডা লাগছে। আজও ভোরে কুয়াশা ছিল, তবে গতকালের মতো না। প্রচণ্ড ঠাণ্ডার কারণে হাত-পা যেন অবশ হয়ে আসার মতো অবস্থা। রাতে এখন ডাবল কাঁথা-কম্বল নিতে হচ্ছে। মনে হচ্ছে পৌষ মাসের ঠান্ডা শুরু হয়েছে।

আরো পড়ুন : কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত, সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ গণমাধ্যমকে বলেন, গত তিন দিন ১২ ডিগ্রির ঘরে তাপমাত্রা রেকর্ডের পর রোববার সকাল ৯টায় ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে। গতকাল শনিবার রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ ভোরেই সূর্য দেখা গেছে।

এস/ আই.কে.জে/     

পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন