শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

হঠাৎ অনুসারী হারাচ্ছেন তারকারা, কিন্তু কেন?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) হঠাৎ করেই অনুসারী কমতে শুরু করেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন তারকার অ্যাকাউন্ট থেকে অনুসারীসংখ্যা ব্যাপকভাবে কমে গেছে। যা নিয়ে তারা ইতিমধ্যে উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন।

সম্প্রতি ১৫ দিনের মধ্যে এক্সে ৯ লাখ অনুসারী হারিয়েছেন বলিউড অভিনেতা অনুপম খের। এক পোস্টে এমনটা অভিনেতা নিজেই জানিয়েছেন।

শুধু অনুপমই নন; ৯ কোটি অনুসারী হারিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, জাস্টিন বিবার ২ কোটি,  টেইলর সুইফট প্রায় ৬০ লাখ, কিম কার্দাশিয়ান ৬৪ লাখ, তা ছাড়া কেটি পেরির তালিকা থেকে ৩০ থেকে ৫০ লাখ অনুসারী কমে গেছে বলে খবর। 

এক্স হ্যান্ডেলের এক পোস্টে উদ্বেগ ও হতাশা প্রকাশ করে ইলন মাস্ককে ট্যাগ করে বলিউড অভিনেতা অনুপম খের জানতে চান, মাস্ক বা তার দলের কেউ কি জানেন যে প্রযুক্তিজগতে কী ঘটছে, কারণ এত বিপুলসংখ্যক অনুসারীর হঠাৎ চলে যাওয়া তাকে বিভ্রান্ত করেছে।

সেইসঙ্গে অভিনেতা এও জানান, এটি তার কোনো অভিযোগ নয়, বরং পর্যবেক্ষণ।

সেই পোস্টে অনুপম লেখেন, ‘প্রিয় মি. ইলন মাস্ক, গত ১৫ দিনে আমি ৯ লাখের বেশি অনুসারী হারিয়েছি! আপনি কি কারণটি জানেন? অথবা আপনার দলের কেউ? যাহোক, এটি একটি পর্যবেক্ষণ, অভিযোগ নয়! এখনো।’

এ পোস্টের পরিপ্রেক্ষিতে তার ভক্ত ও অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তাদের মতামত জানান। একজন ব্যবহারকারী অনুমান করেছেন, এক্সে যেসব অ্যাকাউন্ট সচল নয় বা বট অ্যাকাউন্ট, তা তারা সরিয়ে দিচ্ছে। এ কারণে এমনটি হতে পারে।

একজন ব্যবহারকারী এক্সের এআই চ্যাটবট গ্রোককে হঠাৎ এই বিপুলসংখ্যক অনুসারী কমে যাওয়ার কারণ জিজ্ঞাসা করেন। এর উত্তরে গ্রোক জানায়, এক্স তাদের প্ল্যাটফর্মের গ্রহণযোগ্যতা ও সত্যতা বাড়ানোর জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ফেক অ্যাকাউন্ট, বট ও নিষ্ক্রিয় অ্যাকাউন্টগুলোকে তারা সরিয়ে ফেলছে। যেসব অ্যাকাউন্টে ক্রিপ্টো স্ক্যাম, স্প্যাম, অটোমেটেড কনটেন্ট ও ভুয়া নাম রয়েছে, যা এক্সের নিয়ম মানে না, সেসব অ্যাকাউন্টই মুছে ফেলা হচ্ছে।

গ্রোক জানিয়েছে, এই পরিবর্তনের ফলে আরও অনেক ব্যক্তির অনুসারীর সংখ্যা কমেছে।

যার মধ্যে রয়েছেন রিয়ানা, টেইলর সুইফট, জাস্টিন বিবার, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো হাইপ্রোফাইল তারকারা। তারাও বিপুলসংখ্যক অনুসারী হারিয়েছেন। 

গ্রোক উল্লেখ করে, জাস্টিন বিবার ২ কোটি অনুসারী হারিয়েছেন, ক্রিস্টিয়ানো রোনালদো হারিয়েছেন ৯ কোটি। অনুপম খেরের অনুসারী হারানোর কারণ মোটেও ব্যক্তিগত কোনো কারণ নয়। এটি এক্সের এই অভিযানেরই অংশ!

নিউজ১৮-এর একটি প্রতিবেদন বলছে, সাম্প্রতিক পরিসংখ্যান অনুসারে, অনেক আন্তর্জাতিক তারকা অল্প সময়ের মধ্যেই বিপুলসংখ্যক অনুসারী হারিয়েছেন। তা কয়েক হাজার থেকে শুরু করে কয়েক কোটি পর্যন্ত। যেমন বিশ্বব্যাপী জনপ্রিয় গায়িকা টেইলর সুইফটের অনুসারীর সংখ্যা প্রায় ৬০ লাখ কমেছে। কিম কার্দাশিয়ান ৬৪ লাখ অনুসারী হারিয়েছেন। তা ছাড়া কেটি পেরির তালিকা থেকে ৩০ থেকে ৫০ লাখ অনুসারী কমেছে।

এই পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ইলন মাস্কের অ্যান্টিস্প্যাম প্রচারণার একটি অংশ। ২০২৪ সালের এপ্রিলে এই স্প্যাম ক্র্যাকডাউন ক্যাম্পেইনের কথা ঘোষণা দেন তিনি।

জে.এস/

সামাজিক যোগাযোগমাধ্যম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250