সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৯শে ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া *** ২০শে জানুয়ারির মধ্যে সব পাঠ্যবই সরবরাহের নির্দেশ *** মুম্বাইয়ে অরিজিতের কনসার্টের টিকিটের মূল্য লাখ টাকা *** তথ্য উপদেষ্টার সঙ্গে রাহাত ফতেহ আলী খানের সৌজন্য সাক্ষাৎ *** সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে যেন ভোট ঠিকভাবে দিতে পারে : ফখরুল *** বাংলাদেশকে আরও ৪০ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক *** নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে যৌথ অভিযান চলবে : পরিবেশ উপদেষ্টা *** ‘মহাকালের পাতায় হাসান আরিফের কৃত্তি লেখা থাকবে’ *** দুদক চেয়ারম্যান নিজের সম্পদের হিসাব দিলেন *** ওয়েজ বোর্ড সিস্টেম বাতিল করে সাংবাদিকদের নূন্যতম বেতন চালু করা উচিত : শফিকুল আলম

আমরা শিল্পীরা খুব নরম মনের : মোশাররফ করিম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৮ অপরাহ্ন, ২৪শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

নন্দিত অভিনেতা মোশাররফ করিম। শুধু দেশ নয়, দেশের বাইরেও তিনি তার অভিনয় দিয়ে জয় করেছেন দর্শকদের মন। এই অভিনেতা সম্প্রতি ওপার বাংলার ‘হুব্বা’ শিরোনামের একটি সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার পাশাপাশি একই দিনে ‘হুব্বা’ মুক্তি পেয়েছে ঢাকায়। ছবিটি পরিচালনা করেছেন ব্রাত্য বসু।

নতুন ছবি ‘হুব্বা’ মুক্তি পর মোশাররফ করিম বলেন, ছবিটির প্রচারণা বেশ ভালো হয়েছে। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের মেট্রোরেলে পর্যন্ত ব্র্যান্ডিং করা হয়েছে। রেলগাড়ির চেহারা মনে হয়েছে হুব্বা গাড়ি। ছবিটি দেখার পর দর্শকদের উচ্ছাস দেখে আমি বেশ মুগ্ধ হয়েছি। অবশ্যই অনেক ভালো লাগা কাজ করছে। ছবিটির জন্য বেশ পরিশ্রম করেছি। বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের দর্শকরাও বেশ পজেটিভলি নিয়েছে সিনেমাটি।

ছবিটির সঙ্গে যুক্ত হওয়া নিয়ে মোশাররফ করিম বলেন, ‘হুব্বা’র পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে আমার আরও একটি কাজ হয়েছে ডিকশনারি শিরোনামে। ওই কাজটি করার সময়ই হুব্বা নিয়ে আলোচনা হয় এবং আমি করব বলে মনস্থির করি।

আরো পড়ুন: রামমন্দির উদ্বোধনে দুহাত তুলে নাচলেন এই ‘ড্রিম গার্ল’

ছবিটি নিয়ে দর্শকদের ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও রয়েছে। অনেকেই বলছেন বাচ্চাদের নিয়ে ছবিটি দেখার মত না। এমন নেতিবাচক মন্তব্য নিয়ে এই অভিনেতা বলেন, আসলে আমরা অনেক সময় টেলিভিশনের অনেক কন্টেন্টই কিন্তু বাচ্চাদের সঙ্গে নিয়ে দেখতে পারি না। ওটিটির এই যুগে ঘরে বসেও তো সব দেখা যায় না। তবে যারা নেতিবাচকভাবে কথা বলছেন তাদের বলবো--আসলে ছবিটির গল্পটিই একটি বাজে লোকের গল্প। সুতরাং চরিত্র ফুটিয়ে তুলতে আমার অনেক কিছুই করতে হয়েছে। আসলে আমরা শিল্পীরা খুব নরম মনের। ছবিতে আমাকে খারাপ চরিত্রে বা খুন করতে দেখা গেলেও বাস্তব জীবনে আমি একটা তেলাপোকাও মারতে পারি না।

ওটিটিতে কাজ করা প্রসঙ্গে এই অভিনেতা বলেন, অনেক স্ক্রিপ্ট আসছে, আসে। তবে দেখা যায় সবগুলো হয়তো আমার পছন্দ হয় না অথবা ভালো স্ক্রিপ্ট থাকলেও হয়তো আমি বুঝতে পারি না। তবে আমি একটু বুঝে-শুনে ভালো গল্পেই কাজ করতে চাই।

এসি/ আই. কে. জে/ 


মোশাররফ করিম শিল্পীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন