বুধবার, ১৯শে নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কারাগারে পছন্দের খাবার না পেয়ে বন্দির মামলা *** আন্তর্জাতিক কার্ড দিয়ে কেনা যাবে বিমান টিকিট *** সিপিবির মনোনয়ন ফরম বিতরণ শুরু আগামীকাল *** শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সামরিক বাহিনীর সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা *** আমরা ট্রানজিশনাল পিরিয়ডে আছি, একটা দোলাচল চলছে: মির্জা ফখরুল *** ‘খাসোগি হত্যার বিষয়ে' কিছুই জানতেন না সৌদি যুবরাজ: ট্রাম্প *** সাংবাদিক মিজানুরকে তুলে নেওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা: ‘তদন্তের পর জানতে পারব’ *** 'ছাত্র উপদেষ্টারা যাতে কোনোভাবেই দেশ ছেড়ে পালাতে না পারেন' *** রয়টার্সের পোস্ট ভুলভাবে উদ্ধৃত করে প্রচার *** সাংবাদিক সোহেলকে বাসা থেকে তুলে আনার কারণ জানাল ডিএমপি

রামমন্দির উদ্বোধনে দুহাত তুলে নাচলেন এই ‘ড্রিম গার্ল’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ২৩শে জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আনন্দে দুহাত তুলে নাচলেন বলিউডের ‘ড্রিম গার্ল’ হেমা মালিনী। ৭৫ বছর বয়সী অভিনেত্রীর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। 

সোমবার (২২শে জানুয়ারি) রামমন্দিরের অনুষ্ঠানে যোগ দিতে প্রথমবার অযোধ্যায় গিয়েছিলেন মথুরার এই সাংসদ। গত কয়েকদিন ধরেই ছিলেন অযোধ্যায়। সেখানে স্বামী রামভদ্রাচার্যের আয়োজনে তৈরি বিশেষ ‘রামায়ণ’-এ সীতার ভূমিকা পালন করেছেন তিনি। এদিন কাঞ্জিভরম শাড়ি পরে অনুষ্ঠানে যান। এক কাঁধে ঝোলানো ছিল শাল।

দর্শক আসনের প্রথম সারিতেই ছিলেন হেমা মালিনী। পাশে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তার সঙ্গেই দুহাত তুলে নেচেছেন এই অভিনেত্রী।

আরো পড়ুন: রেখার সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তের ছবি শেয়ার করলেন অমিতাভ

এর আগে রামমন্দির নিয়ে কথা বলতে গিয়ে হেমা মালিনী বলেন, এমন সময়ে এখানে (অযোধ্যা) আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। পুরো বলিউড এখন রামময়, এমন মন্তব্যও করেন তিনি।

হেমা মালিনী ছাড়াও এদিন অনুষ্ঠানে দেখা যায় অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, রণবীর কাপুর, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, আয়ুষ্মান খুরানা, জ্যাকি শ্রফ, মাধুরী দীক্ষিতের মতো তারকাকে। অনুপম খের আসেন কাশ্মিরি পোশাক পরে। অনুষ্ঠানে গান গেয়েছেন সোনু নিগম, শংকর মহাদেবন, অনুরাধা পাড়োয়াল। 

এসি/ আই. কে. জে/ 


রামমন্দির ‘ড্রিম গার্ল’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250