সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গাজায় শান্তি প্রতিষ্ঠায় আলোচকদের দ্রুত পদক্ষেপ নিতে বললেন ট্রাম্প *** গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে ইসির সংলাপ আজ, কাল নির্বাচন বিশেষজ্ঞ ও নারী নেত্রীদের সঙ্গে *** জ্বর হওয়ার সাথে সাথে ডেঙ্গু পরীক্ষার অনুরোধ স্বাস্থ্য অধিদপ্তরের *** অ্যানথ্রাক্স প্রতিরোধে রংপুর বিভাগে ৩০ লাখ টিকা সরবরাহ করবে এলআরআই *** ধনসম্পদের দেবী লক্ষ্মীর পূজা আজ *** শহিদুল আলমদের জাহাজের ওপর দিয়ে উড়ে গেল ‘ইসরায়েলি সামরিক বিমান’ *** ধর্ম অবমাননার বিরুদ্ধে আরও কঠোর আইন প্রয়োজন: ছাত্রশিবির *** ফেব্রুয়ারিতেই অমর একুশে বইমেলা চায় সাংস্কৃতিক ঐক্য *** দুই দশক পর গণমাধ্যমে তারেক রহমানের সাক্ষাৎকার *** দায়িত্ব ছাড়ার আগে উপদেষ্টাদের পাসপোর্ট জব্দ করা উচিত: মাসুদ কামাল

ঘুমহীন মানুষের গল্প নিয়ে স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘নিদ্রাসুর’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৫২ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ওমর মালিক ও রুনা খান। ছবি: সংগৃহীত

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার শুরু হয়েছিল সোহেল রানা বয়াতির। গত বছরের শেষ দিকে মুক্তি পায় তার প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘নয়া মানুষ’। এ সিনেমায় চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনাকে পর্দায় তুলেছেন নির্মাতা। এবার সোহেল রানা বয়াতি বানিয়েছেন ‘নিদ্রাসুর’ নামের আরেকটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা।

যার ইংরেজি নাম ‘সুইট স্লিপ’। জাহাঙ্গীর হোসেন আপনের গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্যটি। শান্তিতে ঘুমানোর জন্য মানুষ সর্বাত্মক চেষ্টা করে, কিন্তু নানা কারণে অনেকেই ঘুমাতে পারে না শান্তিতে। ফলে নানা মানসিক ও শারীরিক সমস্যা তৈরি হয়, জীবন দুর্বিষহ হয়ে ওঠে। এ রকম একজন ঘুমহীন মানুষের গল্প নিয়ে নির্মিত হয়েছে নিদ্রাসুর। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ওমর মালিক, রুনা খান, মো. ইকবাল হোসেন, সঞ্চিতা দত্ত, আশিক সরকার ও কাকন চৌধুরী।

নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, ‘চলচ্চিত্র নির্মাণ করা আমার মূল লক্ষ্য। আমার ক্যারিয়ার শুরু হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ দিয়ে। দীর্ঘদিন পর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করে বেশ আনন্দ পেয়েছি। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ অব্যাহত রাখতে চাই। মানুষের গল্প তুলে ধরতে চাই।’

রুনা খান বলেন, ‘আমি অভিনয় করেছি মনোচিকিৎসক অনন্যার চরিত্রে। এমন চরিত্রে এবারই প্রথম কাজ করা হলো। সিনেমায় পরিচালক আমাদের শহুরে যান্ত্রিক জীবনের একটা গভীর সংকটের দিকে ফোকাস করেছেন। সিনেমার বিষয় নির্বাচনটা আমার বেশ ভালো লেগেছে।’

অভিনেতা ওমর মালিক বলেন, ‘নিদ্রাসুর সিনেমার গল্প আমাকে এতটাই আকৃষ্ট করেছে, নানা প্রতিকূলতা কাটিয়ে হলেও কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আশা করছি দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসব এবং দর্শকদের মন জয় করবে নিদ্রাসুর।’

নির্মাতা জানান, সেন্সর ও অন্যান্য আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে দেশি-বিদেশি চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

জে.এস/

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250