ফাইল ছবি (সংগৃহীত)
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যজুড়ে মানুষ লম্বা ছুটি উপভোগ করতে যাচ্ছেন। কারণ, হিসাব অনুযায়ী দেশগুলোতে আসন্ন ঈদুল আজহা আগামী ৬ই জুন (শুক্রবার) হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন আরাফাহ দিবস হবে একদিন আগে, অর্থাৎ ৫ই জুন।
তবে জিলহজ মাসের চাঁদ দেখার পর চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে সৌদি আরবসহ অঞ্চলটির বিভিন্ন দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি।
বুধবার (৩০শে এপ্রিল) আল-আরাবিয়্যার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল-জারওয়ান জানিয়েছেন, জিলহজ মাসের চাঁদ আগামী ২৭শে মে (মঙ্গলবার) সন্ধ্যায় দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এটি নিশ্চিত হয়, তাহলে ২৮শে মে (বুধবার) হবে জিলহজ মাসের প্রথম দিন। এ হিসাবে ১০ জিলহজ অর্থাৎ ঈদুল আজহা পড়বে ৬ই জুন শুক্রবারে।
এদিকে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ঈদুল আজহা উপলক্ষে সরকারি ছুটি অনুমোদন করেছে। তাদের মতে, ৫ই জুন (বৃহস্পতিবার) আরাফাহ দিবস। ৬ই জুন থেকে ৮ই জুন (শুক্র-রোববার) ঈদুল আজহার তিন দিনের ছুটি।
আর এ ছুটি সরকারি ও বেসরকারি উভয় খাতের জন্যই প্রযোজ্য বলে উল্লেখ করেছে।
মূলত, ঈদুল আজহা হজের পরবর্তী দিন উদযাপিত হয়। এ সময় বিশ্বের কোটি কোটি মুসলমান পবিত্র নগরী মক্কায় হজব্রত পালন করেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন