সুইডেনপ্রবাসী সাংবাদিক ও নেত্র নিউজ সম্পাদক তাসনিম খলিল। ছবি: সংগৃহীত
সাহসিকতা ও পেশাদারত্বের জন্য আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে অনুসন্ধানী সংবাদমাধ্যম নেত্র নিউজ। ২০২৫ সালের স্ট্যানফোর্ড শোরেনস্টাইন সাংবাদিকতা পুরস্কার অর্জন করেছে সুইডেনভিত্তিক এ স্বাধীন প্ল্যাটফর্মটি।
বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘন, উচ্চপর্যায়ের দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার নিয়ে ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ এবং মৌলিক স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অবদান রাখায় নেত্র নিউজকে এ সম্মাননায় ভূষিত করেছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াল্টার এইচ. শোরেনস্টাইন এশিয়া-প্যাসিফিক রিসার্চ সেন্টার (এপিএআরসি)।
স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, নেত্র নিউজ এমন একসময় বাংলাদেশের বাস্তবতা তুলে ধরছে, যখন দেশটি সাংবাদিকতার জন্য বিশ্বের অন্যতম কঠিন পরিস্থিতি পার করেছে।
সাংবাদিকতা পেশায় অসাধারণ অবদান ও সত্য অনুসন্ধানে নির্ভীক ভূমিকার স্বীকৃতি হিসেবে এ বছরের শরৎকালীন এক বিশেষ অনুষ্ঠানে বাংলাদেশ ফোকাসড এ সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাতা ও প্রধান সম্পাদক তাসনিম খলিলের হাতে শোরেনস্টাইন সাংবাদিকতা অ্যাওয়ার্ড তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন