শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৪শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থেমেছে ইসরায়েলি যুদ্ধবিমান–কামানের গর্জন, ২ বছর পর শান্তির ঘুমে গাজাবাসী *** জামায়াতে ৪৩ শতাংশ নারী—এটা খুশির খবর, কিন্তু তাদের দেখা যায় না: শারমীন মুরশিদ *** তহবিলসংকটের কারণে এক-চতুর্থাংশ শান্তিরক্ষী কমাচ্ছে জাতিসংঘ *** খালেদা জিয়ার সেফ এক্সিটের দরকার পড়েনি: রিজভী *** পক্ষপাতের জন্য গণমাধ্যম মালিক-সম্পাদকদের ক্ষমা চাওয়া উচিত: উপদেষ্টা মাহফুজ *** শাপলা না দিলে ধানের শীষ বাতিল করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী *** শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দী করেছে ইসরায়েল *** সরিয়ে নেওয়া হলো এনবিআরের সদস্য সেই বেলাল চৌধুরীকে *** গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরায়েল *** জুলাই জাতীয় সনদ স্বাক্ষর হবে ১৫ই অক্টোবর

'বিদেশ ভ্রমণের টিকিট দিলে আমলারা অনেক কিছুতে স্বাক্ষর করেন'

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:৩৭ অপরাহ্ন, ২১শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিদেশ ভ্রমণের টিকিট দিলে আমলারা অনেক কিছুতে স্বাক্ষর করতে প্রস্তুত থাকেন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। তিনি বলেছেন, আমলাদের পরিবারসহ বিদেশ ভ্রমণের টিকিট দিলে তারা অনেক কিছু স্বাক্ষর করতে প্রস্তুত থাকেন।

আজ বুধবার (২১শে মে) রাজধানীর আগারগাঁওয়ে পরমাণু শক্তি কমিশনের আনোয়ার হোসেন মিলনায়তনে ‘বাংলাদেশে পরমাণুবিজ্ঞান গবেষণার সম্ভাবনা, সংকট ও উত্তরণের উপায়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে ফরহাদ মজহার এ কথা বলেন। দেশের সচেতন বিজ্ঞানী সমাজ ও ভাববৈঠকি এ আলোচনা সভার আয়োজন করে।

পরাশক্তিগুলো এখন আমলাতন্ত্রের মাধ্যমে দেশের নিয়ন্ত্রণ বজায় রেখেছে উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, ‘আশির দশক পর্যন্ত দেশের রাজনৈতিক পরিবর্তনের সঙ্গে সামরিক অংশগ্রহণ থাকত। কিন্তু এখন পরাশক্তিগুলো বিভিন্ন এজেন্সি ও প্রতিষ্ঠানকে দিয়ে এ নিয়ন্ত্রণ চূড়ান্ত করে। আমলাদের পরিবারসহ বিদেশ ভ্রমণের টিকিট দিলে তারা অনেক কিছু স্বাক্ষর করতে প্রস্তুত থাকেন।’

ফরহাদ মজহার আরও বলেন, জনগণের অর্থে বিদেশে গিয়ে সরকারি আমলাদের করা পিএইচডির প্রায়োগিক ক্ষেত্র কোথায়? প্রশাসন সম্পর্কে ধারণা নিতে পিএইচডির প্রয়োজন হলে তারা দেশের বিশ্ববিদ্যালয় থেকেই সেটা করতে পারেন। যে রাষ্ট্র স্বাধীনভাবে বিজ্ঞান ও প্রযুক্তিচর্চা গড়ে তুলতে পারে না, তাদের সার্বভৌমত্ব অর্থহীন। আধুনিক রাষ্ট্রকে শক্তিশালী করে গড়ে তুলতে হলে পরমাণু ও বিজ্ঞানচর্চায় স্বাধীনতার বিকল্প নেই। ৫৪ বছরের ইতিহাসে বাংলাদেশের মানুষকে এ স্বাধীনতা অর্জনের জন্য বহুবার জীবন দিতে হয়েছে।

ফরহাদ মজহার আরও বলেন, ‘রাষ্ট্রে জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে শিক্ষা ও বৈজ্ঞানিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে। জ্ঞান উৎপাদনের সক্ষমতা বাড়াতে এখনো মনোযোগী হওয়া যায়নি। এটা খুবই দুঃখজনক। রাষ্ট্রকে শক্তিশালী করতে পরমাণু শক্তি কমিশনের স্বায়ত্তশাসন পুনঃপ্রতিষ্ঠা করা জরুরি।’

এইচ.এস/

ফরহাদ মজহার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250