বুধবার, ২২শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

৯ গোলের ম্যাচে বার্সার অসাধারণ জয়!

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ঠিক এমন ম্যাচের জন্যই হয়ত একজন ফুটবলভক্ত রাত জাগতে চাইবেন। এমন সব রাতের জন্যই হয়ত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের মাহাত্ম্যটা অন্য যেকোনো ক্লাব প্রতিযোগিতার চেয়ে বেশি। সম্ভবত এমনসব ম্যাচ আছে বলেই মানুষ বার্সেলোনাকে ভালোবাসে। কিংবা বলা চলে, এমন সব উন্মাদনার জন্যই ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা। 

প্রথমার্ধে যে ম্যাচে বেনফিকা এগিয়ে ছিল ৩-১ গোলে। যে ম্যাচটায় বার্সেলোনা একসময় পিছিয়ে গিয়েছিল ৪-২ গোলে। সেটাই বার্সা শেষ পর্যন্ত জয় পেয়েছে ৫-৪ ব্যবধানে। রাফিনিয়ার দুর্দান্ত পারফরম্যান্স, রবার্ট লেভানডফস্কির রেকর্ড, লামিনে ইয়ামালের ম্যাজিকে বার্সা পেয়েছে স্মরণ করে রাখার মতো এক জয়। ৯৬ মিনিটে রাফিনিয়ার গোলের পর ৫-৪ ব্যবধানে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাবটি। 

অন্যদিকে, ব্ল-গ্রানাদের এমন নৈপুণ্যে ঢাকা পড়ে গিয়েছে বেনফিকার গ্রিক স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিসের হ্যাটট্রিক। অথচ ম্যাচের মাত্র ৩০ মিনিটের মাঝেই তিন গোল করে ফেলেছিলেন তিনি। চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে ম্যাচের শুরু থেকে হিসাব করলে এটি তৃতীয় দ্রুততম হ্যাটট্রিক।

ম্যাচের ২য় মিনিটেই আলভারো ফের্নান্দেস পাস থেকে ছয় গজ বক্সের বাইরে থেকে শটে বল জালে পাঠান পাভলিদিস। ২২ মিনিটে সুইপার কিপার হিসেবে এগিয়ে এসে আর ৩০ মিনিটে বক্সে ফাউল করে পাভলিদিসকে আরও দুই গোলের সুযোগ করে দেন বার্সেলোনার গোলরক্ষক ওলশেক সেজনি। পাভলিদিস সুযোগ কাজে লাগিয়েছেন দুবারই। 

আরো পড়ুন : অধিনায়কত্ব পেলেন ঋষভ পন্ত

এরমাঝে অবশ্য ত্রয়োদশ মিনিটে ঠাণ্ডা মাথার স্পট-কিকে বার্সাকে সমতায় ফেরান রবার্ট লেভানডফস্কি। আলেহান্দ্রো বক্সে ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে পেনাল্টি দিয়েছিলেন রেফারি। প্রথমার্ধের স্কোরলাইন শেষ হয় ৩-১ ব্যবধানে। 

প্রথমার্ধটা যদি হয় বেনফিকার। তবে দ্বিতীয়ার্ধটা পুরোপুরি বার্সেলোনার। ৬৪তম মিনিটে বেনফিকার গোলরক্ষক আনাতোলি ত্রুবিনের ভুলে ব্যবধান কমায় তারা। ত্রুবিনের গোল কিক সরাসরি যায় বক্সের বাইরে থাকা রাফিনিয়ার কাছে। সেখান থেকে আলতো হেডে রাফিনিয়া বল জড়ান জালে।

এস/ আই.কে.জে

বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন