বুধবার, ২৮শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘কর্মক্ষেত্রে কাজের চাপ পুরুষদের সমকামী করে তুলতে পারে’ *** মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার, সিনিয়র সহকারী সচিব কারাগারে *** নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না যুক্তরাষ্ট্র, খোঁজ-খবর রাখবে *** ‘প্রধান উপদেষ্টা ব্যস্ত, তাই ৩৩২ নম্বর এআইকে পাঠিয়েছেন’ *** ‘একজন সাংবাদিক জেলখানায় আছে, অথচ কেউ কিছু লেখেননি’ *** রোনালদো কি ৩৬৩ কোটি টাকার বিলাসবহুল ‘রিটায়ার্ড হোম’ বিক্রি করে দিচ্ছেন *** নির্বাচন ও গণভোট ঘিরে উপকূলীয় এলাকায় কোস্টগার্ড মোতায়েন *** সাংবাদিক আনিস আলমগীরকে এবার দুদকের মামলায় গ্রেপ্তার দেখানো হলো *** জনগণ যাকে নির্বাচিত করবে, সেই সরকারের সঙ্গেই কাজ করবে যুক্তরাষ্ট্র: রাষ্ট্রদূত *** পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন ৪ লাখ ৩৩ হাজার প্রবাসী, দেশে পৌঁছেছে ২৯৭২৮

‘বিদেশি বউ কেনা’ থেকে বিরত থাকতে নাগরিকদের সতর্ক করল ঢাকায় চীনা দূতাবাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৭শে মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশস্থ চীনা দূতাবাস তাদের নাগরিকদের ‘বিদেশি বউ কেনা’ বিষয়ক অনলাইন ম্যাচমেকিং স্ক্যাম থেকে বিরত থাকতে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দূতাবাস গত রোববার (২৫শে মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে এ ধরনের অবৈধ এজেন্সিগুলো থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। এ এজেন্সিগুলো আন্তসীমান্ত ডেট এবং বিয়ের ব্যবস্থা করে দেয় বলে প্রচার করে। চীনা দূতাবাস বলেছে, এ ধরনের কার্যকলাপ ‘অর্থ ও ব্যক্তি উভয়ই হারানোর’ কারণ হতে পারে।

দূতাবাস আরও জানিয়েছে, অবৈধ বিয়ে সঙ্গে জড়িত ব্যক্তিরা মানবপাচারের অভিযোগে গ্রেপ্তার হতে পারেন।

চীনা আইন অনুযায়ী, বিদেশে বিয়ের ব্যবস্থা করে দেওয়া যে কোনো সংস্থা অবৈধ। তবে চীনে ব্যাপকভাবে বিয়ে কমে যাওয়া এবং লিঙ্গবৈষম্যের কারণে চীনা পুরুষদের বিদেশি নারী বিয়ে করার প্রবণতা বেড়েছে। এ নিয়ে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দেয় বিভিন্ন সংস্থা। এ বাণিজ্যও এখন বেশ রমরমা।

গত বছর চীনে বিয়ে নিবন্ধনের সংখ্যা ১৯৮০ সালের পর সর্বনিম্ন ছিল। এ বছর মাত্র ৬১ লাখ বিয়ের সনদ ইস্যু করা হয়েছে। সে হিসাবে ২০২৩ সালের তুলনায় ২০ শতাংশেরও বেশি কমেছে।

চীনের ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটিসটিকসের মতে, চীনে পুরুষের সংখ্যা নারীর চেয়ে প্রায় ৩ কোটি বেশি। এটি কয়েক দশকের কঠোর পরিবার পরিকল্পনা নীতির একটি ফল। লিঙ্গবৈষম্য বিশেষ করে গ্রামাঞ্চলে খুব প্রকট। গ্রামে অবিবাহিত পুরুষদের ‘লেফটওভার মেন’ বা ‘উচ্ছিষ্ট পুরুষ’ বলেও কটাক্ষ করা হয়। এ পুরুষরা একপর্যায়ে হন্যে হয়ে স্ত্রী খুঁজতে থাকেন। কিন্তু অনেকেরই সামর্থ্যে কুলায় না। কারণ, কনের পক্ষ থেকে অত্যন্ত ব্যয়বহুল উপহার প্রত্যাশা করা হয়।

চীনা পুরুষরা সাধারণত ভিয়েতনাম ও লাওসের মতো প্রতিবেশী দেশগুলোতে স্ত্রী খুঁজতে যান। কাজটি করে দেওয়ার জন্য বহু অবৈধ সংস্থা দাঁড়িয়ে গেছে। বাংলাদেশ ও নেপালের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকেও তারা টাকার বিনিময়ে স্ত্রী জোগাড় করেন!

বেইজিং নিউজ গত বছর বেশ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রকাশ করেছিল। এসব পোস্টে ২ লাখ ইউয়ানের (২৮ হাজার আমেরিকান ডলার) বিনিময়ে লাওসের এক তরুণীকে বিয়ের বিজ্ঞাপন দেখা গিয়েছিল।

এইচ.এস/

চীনা দূতাবাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250