সোমবার, ৮ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২৩শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে নতুন সংকট, অধিবেশন আহ্বানে আপত্তি প্রেসিডেন্ট আলভির

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৮শে ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন সরকার গঠন করতে স্পিকার আগামী বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) অধিবেশন আহ্বান করলেও আপত্তি জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট ডা. আরিফ আলভি 

সরকার গঠনের প্রশ্নে বিলাওয়াল ভুট্টো-জারদারির নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) এবং আরো কয়েকটি দল শাহবাজকে সমর্থনের কথা জানিয়েছে। কিন্তু ওই প্রক্রিয়ার শুরু থেকেই বেঁকে বসেছেন দেশের প্রেসিডেন্ট ডা.আরিফ আলভি।

প্রেসিডেন্ট আলভির যুক্তি হচ্ছে, জাতীয় পরিষদের দলগুলোর প্রাপ্ত আসনসংখ্যার পরিপ্রেক্ষিতে সংরক্ষিত আসন বরাদ্দ ছাড়া আইনসভা অসম্পূর্ণ। তাই এই রকমের অধিবেশন ডাকা যায় না।

আরো পড়ুন: ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে টিকে থাকার কৌশল জানালেন বাইডেন

পিএমএল-এন দলের নেতৃত্বাধীন সদ্য গঠিত জোটের নেতারা দাবি করছেন, সংবিধান অনুযায়ী নির্বাচন শেষ হওয়ার ২১ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন ডাকতে হবে। নির্বাচন শেষ হয়েছে গত ৮ই ফেব্রুয়ারি, তাই অধিবেশন আহ্বান জরুরি।

জাতীয় পরিষদের স্পিকার রাজা পারভেজ আশরাফ কর্তৃক অধিবেশন আহ্বানের পক্ষে যুক্তি তুলে ধরে সূত্রগুলো বলছে, সংবিধানের ৯১(২) অনুচ্ছেদ মোতাবেক স্পিকার অধিবেশন আহ্বান করেছেন। প্রেসিডেন্টের আপত্তি অধিবেশন আহ্ববানে কোনো প্রতিবন্ধকতা তৈরি করতে পারে না।

উল্লেখ্য, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের নেতৃত্বে পরিচালিত সরকারের সমর্থনে প্রেসিডেন্ট হন আলভি। 

সূত্র: জিও টিভি

এইচআ/

পাকিস্তান ডা. আরিফ আলভি সরকার গঠন

খবরটি শেয়ার করুন