শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের দিন মেট্রোরেল চলবে কি না জানালো ডিএমটিসিএল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৩ অপরাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গতবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

রোববার (১০ই মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনে ডিএমটিসিএলের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক।

তিনি বলেন, এবারও ঈদুল ফিতরের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। এ ছাড়া রমজান মাসেও যথারীতি শুক্রবার মেট্রোরেলে সাপ্তাহিক বন্ধ থাকবে।

আরও পড়ুন: ১৫ রমজানের পর থেকে বাড়বে মেট্রোরেল চলাচলের সময়

এছাড়াও রমজানের প্রথম ১৫ দিন মেট্রোরেল চলাচলের কোনো পরিবর্তন হবে না। তবে রমজানের শেষ ১৫ দিন চলাচলের সময় উভয় দিকে এক ঘণ্টা করে বাড়বে। মতিঝিল থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে এবং উত্তরা থেকে সর্বশেষ ট্রেন রাত ৯টা ২০ মিনিটে ছাড়বে বলে জানান এমএএন ছিদ্দিক। 

উল্লেখ্য, বর্তমানে মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিল অভিমুখী সর্বশেষ মেট্রো ট্রেনটি রাত ৮টায় এবং মতিঝিল থেকে উত্তরা অভিমুখী সর্বশেষ ট্রেনটি রাত ৮টা ৪০ মিনিটে ছেড়ে যাচ্ছে।

এসকে/ 

মেট্রোরেল ঈদের দিন

খবরটি শেয়ার করুন