রবিবার, ৬ই অক্টোবর ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ব্যাচেলরদের গ্রাম!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৭শে ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

আমাদের দেশে প্রতিনিয়তই অনেক অদ্ভুত ঘটনা ঘটছে। কখনও কখনও আমরা তাদের কথা শুনে অবাক হই আবার কখনও কখনও তাদের জন্য খারাপও লাগে। তবে এমন একটি গ্রামের কথা জানা যায় যেটি ব্যাচেলরদের গ্রাম নামে পরিচিত।

ভারতের এই অনন্য গ্রামটি বিহারের কাইমুর জেলায় অবস্থিত। এই গ্রামের নাম বারোয়ান কালান (Barwan Kalan)। এখন নিশ্চয়ই ভাবছেন এমন কী হল যে এই গ্রামটিকে ‘ব্যাচেলরদের গ্রাম’ বলা শুরু হল।

আসলে এই গ্রামে অনেক ব্যাচেলর ছেলে আছে কিন্তু তারা বিয়ের জন্য কোনও মেয়ে খুঁজে পাচ্ছে না। মজার ব্যাপার হলো এর জন্য সরকার ছাড়া অন্য কেউ দায়ী নয়। এই গ্রামে এমন অনেক পুরুষ আছেন যারা বিবাহিত নন। যার মধ্যে রয়েছে যুবক থেকে বৃদ্ধ।

আরো পড়ুন : বিড়ালের শহর, যে শহরে রাজত্ব চলে বিড়ালের!

কথিত আছে এই গ্রামে গত ৫০ বছরে কেউ বিয়ে করেনি। আসলে এই গ্রামে বিয়ে না হওয়ার কারণ সরকারি অবহেলা। এই গ্রামে বিদ্যুৎ, জল, রাস্তার মতো কোনো মৌলিক সুবিধা নেই। এমনকি যোগাযোগের অন্যান্য মাধ্যমও এখানে পাওয়া যায় না। আপনার মোবাইলও এই গ্রামে অকেজো হয়ে যাবে কারণ এখানে নেটওয়ার্ক নেই।

এ গ্রামের মানুষ নিজেরাই রাস্তা তৈরি করে সরকারি কর্মকর্তাদের কাছে কয়েকবার সাহায্য চেয়েছেন। কিন্তু তাদের সাহায্য করার মত কেউই নেই। কয়েক বছর আগে গ্রামবাসীরা নিজেরাই পাহাড় কেটে একটি কাঁচা রাস্তা তৈরি করেছিল, যার সাহায্যে এখন গ্রামে যেতে শুরু করেছে যানবাহন।

এমন পরিস্থিতিতে এই শতাব্দীতেও এই গ্রামটি বেশ পিছিয়ে। এই কারণেই এই গ্রামে কেউ তাদের মেয়ের বিয়ে দিতে চায় না। এখানকার যুবকরা গ্রামে থাকতে চায় না। এখন দেখার বিষয় এই গ্রামের মানুষদের আর কতদিন ব্যাচেলর হয়ে জীবন কাটাতে হবে।

এস/ আই. কে. জে/ 


ব্যাচেলরদের গ্রাম

খবরটি শেয়ার করুন