রবিবার, ৩১শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পলিথিনের পরিবর্তে সাশ্রয়ী পাটের ব্যাগ ব্যবহারের আহ্বান পরিবেশ উপদেষ্টার *** নেদারল্যান্ডসকে উড়িয়ে বাংলাদেশের শুরু *** ট্রাম্প মারা গেছেন—এক্সে অনেকেই কেন লিখছেন এই কথা *** ৪ শতাংশ সুদে আরও দুই বছর ঋণ পাবেন ভূমিহীন কৃষকেরা *** ভারত সফরের পরিকল্পনা বাতিল করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প *** সেই মেরুন টি-শার্ট পরা হামলাকারীর পরিচয় জানালেন প্রেস সচিব *** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস

ট্রাম্পের বাসভবনে এবার কার্যালয় খুলল ফিফা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৫

#

ফিফা ক্লাব বিশ্বকাপের অনুষ্ঠানে রোনালদো নাজারিও, জিয়ান্নি ইনফান্তিনোসহ এসেছিলেন একঝাঁক তারকা। ছবি: এক্স

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সম্পর্ক বেশ ভালোই। সেই সুসম্পর্কের বাস্তব প্রমাণ দেখা গেল এবার। নিউইয়র্কে ট্রাম্প টাওয়ারে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা খুলেছে কার্যালয়। খবর এএফপির।

নিউইয়র্কের ম্যানহাটনে ট্রাম্প টাওয়ারের লবিতে পরশু সোমবার সন্ধ্যায় (৭ই জুলাই) ফিফার নতুন কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন ইনফান্তিনো। ফিফার সভাপতি ঘোষণা দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প ও ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও। এরিক ট্রাম্প অর্গানাইজেশনের সভাপতি। ট্রাম্প টাওয়ারে ফিফার কার্যালয় খোলা নিয়ে ইনফান্তিনো বলেন, ‘ফিফা বৈশ্বিক সংস্থা। বৈশ্বিক হওয়ার আগে স্থানীয় হতে হবে। সব জায়গায় থাকতে হবে। সেটা আমাদের নিউইয়র্কেও।’

আমেরিকায় এ বছর চলমান ফিফা ক্লাব বিশ্বকাপ শেষের পথে। আগামী বছরের জুন-জুলাইয়ে আমেরিকা, কানাডা, মেক্সিকো মিলে হবে ৪৮ দলের ফুটবল বিশ্বকাপ। ইনফান্তিনোর মতে, শুধু ক্লাব বিশ্বকাপ ও ফুটবল বিশ্বকাপের জন্যই নতুন কার্যালয় নয়। ফিফা সভাপতি বলেন, ‘এটা (নতুন অফিস) শুধু এ বছর ক্লাব বিশ্বকাপ ও আগামী বছর ফিফা বিশ্বকাপের জন্য নয়। এরিক আপনাকে ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। রাষ্ট্রপতি ট্রাম্পকেও ধন্যবাদ।’

ট্রাম্প টাওয়ারে ফিফার নতুন কার্যালয় খোলার যে ঘোষণা অনুষ্ঠানে ইনফান্তিনো এসেছেন, সেই অনুষ্ঠানের পর নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এরিক। ট্রাম্পের ছেলে বলেন, ‘নিউইয়র্ক, ট্রাম্প অর্গানাইজেশন, এই ভবনে যাঁরা কাজ করেন—তাদের সবার পক্ষ থেকে ও আমার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের আমরা ভালোবাসি। আমরা বেশ সম্মানিত বোধ করছি। ফিফা যা করছে, সেটা নিয়ে বেশ রোমাঞ্চিত।’

ফিফার কার্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন