বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্রিকেটে রাজনীতি চায় না এসিসি, এশিয়া কাপের ঘোষণা দেবে ভারত *** মাইলস্টোনে দগ্ধদের চিকিৎসায় চীনের চিকিৎসক দল আসছে রাতে *** মাইলস্টোনে বিমান বিধ্বস্ত: ডিএনএ পরীক্ষায় ৫ জনের পরিচয় শনাক্ত *** ১৫ শতাংশের নিচে নামবে না শুল্ক, ঘোষণা ট্রাম্পের *** সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের দৃষ্টান্তমূলক শাস্তি চায় বিএনপি *** আরও মামলায় গ্রেপ্তার ইনু-পলক-মমতাজ *** সমালোচনার মুখে বাংলাদেশ ব্যাংকের ‘ড্রেস কোড’ প্রত্যাহার *** সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন *** স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: উপদেষ্টা আসিফ *** গ্রেপ্তারের ১২ ঘণ্টার মধ্যে পরিবারকে জানাতে হবে

চুম্বন দৃশ্যে ‘কাট’ বললেও থামছিলেন না অভিনেতা, অভিযোগ অভিনেত্রীর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০২ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

গল্পের প্রয়োজনে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় স্বাভাবিকভাবে নেন অভিনয়শিল্পীরা। এরপরও বাঁধে বিপত্তি। হারান সংযম। এরকম অভিজ্ঞতা হয়েছে অভিনেত্রী সায়নী গুপ্তর। ঘনিষ্ঠ দৃশ্যের শুটিংয়ের সময় সহ–অভিনেতার আচরণ নিয়ে অভিযোগ এনেছেন তিনি। পরিচালক ‘কাট’ বলার পরও তার সঙ্গে চুমুর দৃশ্য চালিয়ে গেছেন অভিনেতা। 

ভারতীয় সংবাদমাধ্যমকে এ বাঙালি অভিনেত্রী বলেন, ‘আমি অন্তরঙ্গতা নিয়ে একটা বই লিখতে পারি। আমি ২০১৩ সালে “মার্গারিটা উইথ অ্যা স্ট্র” সিনেমায় এমন একজনের সঙ্গে কাজ করেছিলাম। ঘনিষ্ঠ দৃশ্যগুলো করা সবচেয়ে সহজ, কারণ, এটা পুরোটাই প্রযুক্তিগতভাবে করা হয়। তবে এটা বলার পরও অনেক লোক সুবিধা নেয়। আমি নিজেও এমন পরিস্থিতিতে পড়েছি, যেখানে পরিচালক কাট বলার পরও এক অভিনেতা কিছুতেই চুমু খাওয়া থেকে নিজেকে বিরত করছিলেন না। অনেক সময় ছোট ছোট ক্ষেত্রে খুব সূক্ষ্মভাবে অশালীন আচরণের মুখোমুখি হতে হয়।’

এ সময় একটি আউটডোর শুটের কথা তুলে ধরেন সায়নী। গোয়ায় ঘটেছিল ঘটনাটি। সায়নী জানান, সেখানে ছোট পোশাকে সৈকতে শুয়ে থাকতে হয়েছিল তাকে। 

আরও পড়ুন: অভিনয়কে বিদায় জানিয়ে পরিচালনায় নামছেন ক্যাটরিনা!

তিনি বলেন, ‘ওই সময় আমি খুব অস্বস্তি বোধ করছিলাম; কারণ, আমার সামনে তখন প্রায় ৭০ জন দাঁড়িয়ে ছিল। এদিকে সেটে আমার পাশে তখন একজনও ছিল না, খুব বেশি স্টাফও ছিল না…। আমি বললাম, আমাকে শাল দিয়ে ঢেকে দেওয়ার জন্য সঙ্গে একজনকে দরকার।

অভিনেত্রী যোগ করেন, ‘এমন অনেক ক্ষেত্রেই ঘটে, যখন কোনো অভিনেতার সুরক্ষার বিষয়টিও ভাবা উচিত। সব সময় যে অন্তরঙ্গ দৃশ্যই হতে হবে, এমনটাও নয়, কখনো কখনো আপনাকে নিজের সীমানার সঙ্গেও আপস করতে হয়। এই মানসিকতা বদলানো দরকার।’

সম্প্রতি ‘খোয়াবোঁ কা ঝামেলা’তে প্রতীক বাব্বরের সঙ্গে দেখা গেছে সায়নীকে। কমেডি ঘরানার এ সিনেমা এরইমধ্যে মুক্তি দেওয়া হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম জিও সিনেমায়। 

এসি/ আই.কে.জে/ 


চুম্বন দৃশ্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন