ফাইল ছবি (সংগৃহীত)
তিব্বতের ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশের উত্তরের জেলা পঞ্চগড়। মঙ্গলবার (৭ই জানুয়ারি) সকালে ভূমিকম্পের আঘাতে কেঁপে ওঠে হিমালয় বিধৌত এ অঞ্চল। তবে এ এলাকায় কত মাত্রায় আঘাত হেনেছে তা জানা যায়নি।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমকে বলেন, আজ সকাল ৭টা ৫ মিনিটে তিব্বত ও নেপালে ভূমিকম্প আঘাত হানায় এ অঞ্চলও কেঁপে ওঠে। তবে এখানে কত মাত্রা হয়েছে তা জানার চেষ্টা করা হচ্ছে।
তেঁতুলিয়া উপজেলার বাসিন্দা জুলহাস উদ্দিন ও রবিউল ইসলাম বলেন, আজ সকালে ভূমিকম্প হয়েছে টের পেয়েছি।
আরো পড়ুন : বছরের দীর্ঘতম রাত আজ, সবচেয়ে ছোট দিন আগামীকাল
মার্কিন ভূ-তাত্ত্বিক সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর পশ্চিমে, রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.১। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
নেপালি সংবাদমাধ্যম কাঠমুন্ডু পোস্টে জানা যায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৬টা ৫১ মিনিটে কাঠমান্ডু ও আশপাশের জেলাগুলোতে ভূমিকম্প অনুভূত হয়েছে। ধাদিং, চিতওয়ান, সিন্ধুপালচোক, কাভরে এবং মাকওয়ানপুর জেলাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।
এস/ আই.কে.জে/