মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

কান উৎসবে ‘শারীরিক নির্যাতন’, মামলা করছেন সাওয়া পন্টিজস্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৭ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সের সাগরপাড়ে গত ১৪-২৫শে মে অনুষ্ঠিত কান চলচ্চিত্র উৎসবে লাল গালিচায় অংশ নেওয়ার আগে নিরাপত্তাকর্মীদের হেনস্তার শিকার হওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করেছেন সাওয়া পন্টিজস্কা নামের ইউক্রেনীয় মডেল। একই অভিযোগ এসেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়াসহ কয়েকটি দেশের অভিনেত্রীদের কাছ থেকেও।

কান চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষের বিরুদ্ধে করা মামলায় পন্টিজস্কা ‘শারীরিক নির্যাতন’ এবং ‘মানসিক ক্ষতির’ অভিযোগ এনেছেন। এজন্য তিনি এক লাখ ইউরো ক্ষতিপূরণ দাবি করেছেন।

এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। ভিডিওটি সোশাল মিডিয়ার নানা মাধ্যমে ১৬ মিলিয়নের বেশিবার দেখা হয়েছে।

ভিডিওটিতে  দেখা গেছে, পন্টিজস্কা সেজেগুজে আসছিলেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় দিকে আসছিলেন। একটি ভবনের গেইট থেকে বের হওয়ার পর একজন নারী নিরাপত্তাকর্মী তাকে বাধা দেন। পন্টিজস্কা সামনে এগোতে চাইলে ওই নিরাপত্তাকর্মী তাকে জাপটে ধরে পেছনের দিকে ঠেলতে থাকেন। ধাস্তাধস্তিতে এক পর্যায়ে নিরাপত্তাকর্মীকে নিয়েই পন্টিজস্কা বসে পড়েন। পরে ইউক্রেনীয় মডেল ফের উঠে দাঁড়ালে, সেখানে উপস্থিত অন্যান্য কর্মকতারা তাকে ঘিরে ধরেন এবং তাকে পেছনের দরজা দিয়ে চলে যেতে বাধ্য করেন।

আরো পড়ুনকাকে টোকাই বললেন পরীমণি

সাওয়া পন্টিজস্কা বলেন, ‘আমার সঙ্গে ঘটনাটি ঘটে গত ২১শে মে। আমি একজন আমন্ত্রিত অতিথি ছিলাম। লাল গালিচায় অংশ নেওয়ার জন্য বৈধ আমন্ত্রণপত্র নিয়ে প্রবেশ করছিলাম। কিন্তু খুব বিশ্রীভাবে আমাকে আটকানো হয়েছে। লাল গালিচায় যাতে আমি প্রবেশ করতে না পারি- সেজন্য আমাকে এমনভাবে চেপে ধরা হয়, আমার মনে হয়েছিল বুনো ভালুক আমাকে জাপটে ধরেছে। আমি খুবই ভয় পেয়ে যাই, ব্যথাও পাই। আমি যখন সামনের সিঁড়ির দিকে আগানোর চেষ্টা করি, ওই নিরাপত্তাকর্মী আমাকে ঠেলে একপাশে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, যাতে কেউ বুঝতে না পারে কী ঘটতে চলছে। তারপর তিনি আমাকে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যেতে বাধ্য করেন।’

মামলার অভিযোগে ইউক্রেনীয় এই মডেল বলেছেন, হাজারো মানুষের সামনে একদল নিরপত্তাকর্মী তার উপস্থিতিকে চ্যালেঞ্জ করে বসেন এবং এই ঘটনায় মানসিকভাবে ট্রমার মধ্যে পড়ে যান।

সূত্র: বিবিসি

এসি/ আই.কে.জে/

কান উৎসব সাওয়া পন্টিজস্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250