রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

কাকে টোকাই বললেন পরীমণি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:১৫ অপরাহ্ন, ১লা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

পরীর বাসায় যাতায়াত করছেন রাজ। খবরটি চাউর হলে সত্যতা স্বীকার করে নায়িকা জানিয়েছিলেন এক টেবিলে বসে খাবারও খেয়েছেন তারা। পরীমণি তার প্রাক্তন স্বামী রাজকে নিয়ে কথা বলতে বসলেই কটাক্ষ করেন। তবে সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেখা গেছে তার বিপরীত।

তিনি বলেছিলেন, ‘অন্য একটি বিষয়ের জন্য সে (রাজ) বাসায় এসেছিল। বিচ্ছেদ হওয়ার পর আমার সঙ্গে দেখা হয়নি। আমি দেখা করতেও চাইনি। বাসায়ও আসা মানা ছিল তার। কিন্তু হঠাৎ করেই কিছুদিন আগে আমার বাসায় এসেছিল। সেই সময় বাসা থেকে যাওয়ার আগে তার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র আমার বাসায় রয়ে গিয়েছিল। কয়েকজনকে সঙ্গে নিয়ে বাসায় এসেছিল। কাগজপত্রগুলো আমি যত্ন করেই রেখে দিয়েছিলাম। এসে নিয়ে গিয়েছে। বেশ অনেকক্ষণই ছিল। এলে তো আর বের করে দিতে পারি না।’

ছেলের সঙ্গে দেখা হয়েছে কি না, জানতে চাইলে পরী বলেন, ‘হ্যাঁ, দেখা তো হবেই। তারও তো সন্তান পুণ্য। আমি রান্না করেছিলাম। সবাই মিলে একসঙ্গে খাওয়াদাওয়া করেছি। এই আরকি।’ সংবাদটি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে ভিন্ন সুরে বাজলেন পরী। 

আরো পড়ুন: জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্মদিন আজ

শনিবার নিজের ফেসবুকে পরীমণি লিখেছেন, ‘যাকে আমার বাসার দারোয়ানই গেটে অ্যালাও করবে না, সে স্বপ্নে আমার রান্না খায়!’

পরীমণির পোস্ট দেখে আন্দাজ করা যায় রাজকে নিয়েই কথাটি লিখেছেন তিনি। এদিকে ওই পোস্টে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘কে খাইলো তোমার রান্না? উত্তরে পরী লিখেছেন, আছে এক টোকাই। তার বিয়ার নিউজের চাপ ঢাকলো আমাকে আর আমার ছেলেকে দিয়ে। কত বড় নেমকহারাম!’

এতে স্পষ্ট যে রাজকে নিয়েই পোস্ট দিয়েছেন পরী। কেননা কদিন আগে গুঞ্জন ওঠে বুবলীকে বিয়ে করেছেন রাজ। কথাটি ছড়িয়েছিল উইকিপিডিয়া থেকে। বিষয়টি উঠে এসেছিল সংবাদের শিরোনামেও। যদিও এটি গুজব হিসেবে ধরা হয়েছে। কেননা উইকিপিডিয়ায় যে কেউ চাইলে তথ্য সম্পাদনা করতে পারেন। তবে পরীমণির কথানুযায়ী রাজেই ওই কথিত বিয়ের সংবাদ ঢাকা হয়েছে পরীমণি ও তার সন্তানকে দিয়ে। 

এসি/ আই.কে.জে/

পরীমণি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন