ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ফিনজাল আজ শনিবার (৩০শে নভেম্বর) বিকেলে উপকূলে আঘাত হানবে। ভারতীয় আবহাওয়া বিভাগ এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, ভারতের তামিলনাডু উপকূলের করাইকৈল এবং মামাল্লাপূরমের মধ্যবর্তী স্থান দিয়ে ঘূর্ণিঝড়টি অতিক্রম করবে। ওই সময় এটির বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার এবং ঝড়ো বাতাসের বেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।
ঘূর্ণিঝড়টির কারণে চেন্নাই বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া খারাপ আবহাওয়ার কারণে লোকাল ট্রেন চলাচলও সীমিত করা হয়েছে। বিশেষ করে উপকূল দিয়ে চলাচল করা ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।
আবহাওয়া বিভাগ বলেছে নভেম্বরের শেষ দিনের এই ঘূর্ণিঝড়ের প্রভাবে চেন্নাই, তিরুভাল্লুর, কাঞ্চিপূরম, কাল্লাকুরিচি ও কুদাল্লুরে ভারী বৃষ্টিপাত হবে। আজ শনিবার সন্ধ্যা পর্যন্ত চেন্নাই বিমানবন্দরে সব ধরনের বিমান চলাচল বন্ধ থাকবে।
আরো পড়ুন : নিলামে কেনা ৭২ কোটি টাকার কলা খেয়ে ফেললেন ক্রেতা
শুক্রবার (২৯শে নভেম্বর) বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়। এটির নাম দেওয়া হয় ফিনজাল। আর এই নামটি প্রস্তাব করেছে সৌদি আরব। এটি একটি আরবি শব্দ।
বঙ্গোপসাগর এবং আরব সাগরে যেসব ঘূর্ণিঝড় সৃষ্টি হয় সেগুলোর নাম আগে থেকেই ঠিক করা থাকে। বাংলাদেশ, ভারত, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং মিয়ানমারসহ অন্যান্য দেশগুলো এই নাম দিয়ে থাকে। কোনো ঘূর্ণিঝড়ের ক্ষেত্রে যখন একটি নাম ব্যবহার করা হয় তখনই এটি শেষ হয়ে যায়। দ্বিতীয়বার আর কোনো ঝড়ের ক্ষেত্রে এই নাম ব্যবহার করা হয় না।
সূত্র: এনডিটিভি, দ্য ইকোনোমিক টাইমস
এস/কেবি