শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

এক কোটি টাকার ঈদ সম্মানী পাচ্ছেন ইমাম-মুয়াজ্জিনরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১৮ অপরাহ্ন, ৫ই এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন প্রায় ২ হাজার ১৮৫ ইমাম ও ২ হাজার ১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানী দিচ্ছে সংস্থাটি। একজন ইমাম ৩৫০০ টাকা এবং মুয়াজ্জিন পাবেন ২৫০০ টাকা সম্মানি। 

শুক্রবার (৫ই এপ্রিল) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ডিএনসিসির প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মামুন উল হাসান একটি অফিস আদেশ জারি করে এই সম্মানী প্রদানের নির্দেশনা দিয়েছেন।

আরো পড়ুন: ডিএনসিসি: কর্মরত অবস্থায় কর্মী মারা গেলে পরিবার পাবে ৮ লাখ টাকা

তিনি গণমাধ্যমকে জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশেনের আওতাধীন প্রায় ২১৮৫ ইমাম ও ২১৪৭ মুয়াজ্জিনকে ঈদ সম্মানী দিচ্ছে সংস্থাটি। এজন্য এক কোটি ৩০ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে।

প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা আরও জানান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১০টি আঞ্চলিক কার্যালয়ের নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে মেয়রের ঐচ্ছিক তহবিল খাত থেকে অগ্রিম বরাদ্দ করা হয়েছে।

এইচআ/ আই.কে.জে

ডিএনসিসি ঈদ সম্মানী

খবরটি শেয়ার করুন