মালয়েশিয়ার আইজিপি দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল। ছবি: সংগৃহীত
সম্প্রতি সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার অভিযোগ মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশিরা সিরিয়া ও বাংলাদেশে ইসলামিক স্টেট (আইএস)-এর শাখাগুলোর জন্য তহবিল সংগ্রহ করছিল। মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) দাতুক সেরি মোহাম্মদ খালিদ ইসমাইল এ তথ্য জানিয়েছেন।
মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আইজিপি আজ শুক্রবার (৪ঠা জুলাই) বুকিত আমানে সাংবাদিকদের জানান, স্পেশাল ব্রাঞ্চের কাউন্টার টেররিজম ডিভিশন (ই৮)-এর গোয়েন্দা তথ্য সংগ্রহ ও তদন্তে দেখা গেছে, এ গোষ্ঠীটি বাংলাদেশ ও সিরিয়াতে আইএস-এর কার্যক্রমের জন্য তহবিল সংগ্রহ করেছে।
তিনি বলেন, ‘আমরা এখনো এ গোষ্ঠীর সংগৃহীত মোট তহবিলের পরিমাণ তদন্ত করছি। আমাদের ধারণা, তারা সদস্যপদ ফি এবং সদস্যদের অনুদানের মাধ্যমে তহবিল সংগ্রহ করেছে।’
‘গেরাকান মিলিটান র্যাডিক্যাল বাংলাদেশ (জিএমআরবি) ’ নামে পরিচিত এ গোষ্ঠী সামাজিক মাধ্যম এবং হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মতো মেসেজিং অ্যাপের মাধ্যমে তাদের মতাদর্শ প্রচার ও সদস্য সংগ্রহ করত বলে জানান আইজিপি।
পুলিশ প্রধান খালিদ ইসমাইল বলেন, ‘আমাদের ধারণা, তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ১০০ থেকে ১৫০ জন সদস্য রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রতিটি সদস্যকে বার্ষিক ৫০০ আরএম (মালয়েশিয়ান রিংগিত) সদস্যপদ ফি দিতে হয়। তবে, অনুদানের পরিমাণ সদস্যদের ইচ্ছাধীন।’
খবরটি শেয়ার করুন