শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

ঈদে মুক্তি না পাওয়া সিনেমাগুলো আসছে পূজায়

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবারের কোরবানির ঈদে মুক্তির তালিকায় ছিল ১০টি সিনেমা। শেষ মুহূর্তে চারটি সিনেমা পিছিয়ে যায়, মুক্তি পায় ছয়টি। মুক্তির তালিকা থেকে সরে যাওয়া সিনেমাগুলো হলো ‘নাদান’, ‘সর্দার বাড়ির খেলা’, ‘শিরোনাম’ ও ‘পিনিক’। খোঁজ নিয়ে জানা গেল, ঈদে সরে যাওয়া বেশিরভাগ সিনেমা দুর্গাপূজা উপলক্ষে মুক্তির প্রস্তুতি নিচ্ছে।

গত ১৩ই মে ফার্স্ট লুক পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির ঘোষণা দেওয়া হয়েছিল ফারহাদ হোসেনের নাদান সিনেমার। ঈদের এক সপ্তাহ বাকি থাকতে নির্মাতা জানান, কারিগরি জটিলতার কারণে ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। ঈদে না এলেও অন্য উৎসবে আসছে নাদান। আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে মুক্তি দেওয়া হবে, নিশ্চিত করেছেন নির্মাতা ফরহাদ হোসেন।

তিনি বলেন, ‘ঈদে মুক্তির পরিকল্পনা থাকলেও কিছু কারিগরি ত্রুটির কারণে আমরা পিছিয়ে গিয়েছিলাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী দুর্গাপূজা উপলক্ষে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সব ঠিক থাকলে ২৬শে সেপ্টেম্বর থেকে প্রেক্ষাগৃহে দেখা যাবে নাদান।’

পিনিক সিনেমাটিও রোজার ঈদে মুক্তির কথা ছিল। তবে ভিএফএক্সের কাজ বাকি থাকায় তা সম্ভব হয়নি। এটিও দুর্গাপূজা উপলক্ষে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে বলে জানালেন নির্মাতা জাহিদ জুয়েল। 

নির্মাতা বলেন, ‘নানা কারণে ঈদের সময় পিনিক মুক্তি দেওয়া সম্ভব হয়নি। তাই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমরা দর্শকের সামনে আসতে চাই। সেভাবেই পরিকল্পনা করা হচ্ছে। শিগগির সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে জানানো হবে মুক্তির তারিখ।’

দুর্গাপূজায় মুক্তির তালিকায় আছে ঈদে সরে যাওয়া আরেক সিনেমা সর্দার বাড়ির খেলা। সেভাবেই এগোচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান। এর আগে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন নির্মাতা। সরকারি অনুদানে সিনেমাটি বানিয়েছেন রাখাল সবুজ।

দুর্গাপূজায় তিনটি সিনেমার মুক্তির পরিকল্পনা জানা গেলেও একটু পিছিয়ে আছে অনিক বিশ্বাসের শিরোনাম। মুক্তির সময় চূড়ান্ত করতে না পারলেও চলতি বছরই সিনেমাটি আলোর মুখ দেখবে বলে জানিয়েছেন নির্মাতা।

অনিক বিশ্বাস বলেন, ‘আমরা যখন ঈদে মুক্তির ঘোষণা দিই, তখন পাঁচ-ছয় দিনের শুটিং বাকি ছিল। চাইলে দ্রুত কাজ শেষ করা যেত। কিন্তু আমরা তাড়াহুড়া করতে চাইনি। চলতি মাসের শেষের দিকে শুটিং শেষ করব। এরপর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। চলতি বছরেই সিনেমাটি দেখা যাবে প্রেক্ষাগৃহে।’

ঢাকাই সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন