ছবি: সংগৃহীত
কিং খানের সঙ্গে এক ছাদের নিচে থাকলেও দুই ধর্ম পালন করেন বলিউডের পাওয়ার কাপল হিসেবে পরিচিত শাহরুখ খান ও গৌরী। ধর্ম, সামাজিক অবস্থান, কোনোটাই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাদের ভালোবাসায়। তবে এই দম্পতির বড় ছেলে আরিয়ান খান বেছে নিয়েছেন বাবা শাহরুখের ইসলাম ধর্ম।
ছেলেমেয়েরা বাবার ধর্ম অনুসরণ করে উল্লেখ করে ভারতীয় সংবাদমাধ্যমকে গৌরী বলেছিলেন, “আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল, ‘আমি মুসলিম’, আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টার সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।”
আরও পড়ুন: আমাদের শেষ দেখাও হলো না : পরীমণি
আরও বলেন, “আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের উপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই না, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন, এটাই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে।”
১৯৯১ সালের ২৫শে অক্টোবর বিয়ে করেন শাহরুখ-গৌরী। সে সময় শাহরুখ কিং খান হননি। শূন্য থেকে শুরু করেছিলেন দুজনে। আজ তিনি প্রতিষ্ঠিত। তাদের রয়েছে তিন সন্তানও। সব মিলিয়ে এখন সুখের সংসার তাদের।
এসি/ আই.কে.জে/