সোমবার, ১লা সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন সফর শেষে দেশে ফিরলেন এনসিপির নেতারা *** মুক্তিযুদ্ধের মূলনীতিকে ধারণ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে: হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ *** কেউ যদি নির্বাচনের বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক: প্রধান উপদেষ্টা *** জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে প্রধান উপদেষ্টার বৈঠকে আলোচনা হয়নি: বিএনপি *** ভেনিস চলচ্চিত্র উৎসবে ইসরায়েলের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ *** ট্রাম্পের শুল্কের যে প্রভাব পশ্চিমবঙ্গের ১৫ হাজার গার্মেন্টসে *** বিস্ফোরণ-গুলি-ড্রোনের শব্দকে শ্রুতিমধুর সংগীতে রূপান্তর করছেন গাজার শিল্পী *** অশান্ত বিশ্বে সি–মোদির বন্ধুত্বের বার্তা *** রোনালদোকে যে লড়াইয়ে চাপে রেখেছেন মেসি *** আগামী নির্বাচন যেন অবশ্যই গণপরিষদ নির্বাচন হয়: এনসিপি

চশমা থেকেই করা যাবে ফোন কল!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

এবার ভারতীয় ব্র্যান্ড লেন্সকার্টের নতুন একটি স্মার্ট চশমা আসছে বাজারে। এই স্মার্ট গ্লাস বা চশমার সাহায্যে ইউজাররা ফোনকল করতে পারবেন। শুনতে পাবেন পছন্দের গান। তার সঙ্গে পাওয়া যাবে ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। লেন্সকার্টের নতুন এই স্মার্ট গ্লাসে রয়েছে একটি বাটন। মাত্র একবার এই বোতাম টিপলেই একটার পর একটা পরিষেবা পাবেন। সবটাই ফিজিক্যাল কন্ট্রোল মেকানিজমে চলবে। অর্থাৎ আপনি নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।

লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাসে থাকছে ব্লুটুথ অডিও সাপোর্ট। এই অডিও প্লে হবে স্মার্ট গ্লাসে থাকা ইন-বিল্ট স্পিকারের সাহায্যে। এর সাহায্যেই ইউজাররা ফোনকলে কথা বলতে পারবেন, যখন ফোন আর স্মার্ট গ্লাস কানেক্টেড থাকবে তখন। স্মার্ট গ্লাসের সঙ্গে বাক্সেই থাকবে চার্জার। একবার চার্জ দিলে প্রায় ৭ ঘণ্টা পর্যন্ত স্মার্ট গ্লাসের এইসব স্মার্ট ফিচার কাজ করবে।

আরো পড়ুন : হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কি না একনজরে দেখে নিন

স্মার্ট গ্লাসের সাইডের অংশে উপরের দিকেই থাকবে একটি স্মার্ট বাটন। এর সাহায্যেই যাবতীয় নেভিগেশন ফিচার কাজ করবে। এই স্মার্ট গ্লাসে থাকা ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট অ্যান্ড্রয়েড এবং আইওএস, দু'ধরনের ডিভাইসের সঙ্গেই কাজ করবে।

ভয়েস কমান্ডের সাহায্যে রিমাইন্ডার সেট করা, মেসেজ পাঠানো, গানের ট্র্যাক বদলানো সবই করা সম্ভব হবে। এর আগেও অনেক স্মার্ট গ্লাস লঞ্চ হয়েছে। তবে ফিচারের নিরিখে লেন্সকার্ট ফোনিক স্মার্ট গ্লাস অনেক উন্নত এবং ইউজার ফ্রেন্ডলি।

আগামী দিনে বাকি সব সংস্থার স্মার্ট গ্লাসকে জনপ্রিয়তায় লেন্সকার্টের এই স্মার্ট গ্লাস ছাপিয়ে যাবে বলেই অনুমান করছেন প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকে। এই দুই স্মার্ট গ্লাসেই রয়েছে ফুল রিম ডিজাইন। ম্যাট ব্ল্যাক এবং শাইনি ব্লু- এই দুই রঙে পাওয়া যাবে লেন্সকার্টের নতুন স্মার্ট গ্লাস। গ্লাসের দাম ভারতে ৪ হাজার রুপি।

সূত্র: এবিপি নিউজ

এস/কেবি


স্মার্ট চশমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন