বৃহস্পতিবার, ২৮শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরলে কখন থেকে কার্যকর হবে—প্রশ্ন প্রধান বিচারপতির *** শাহবাগে এসে শিক্ষার্থীদের কাছে ডিএমপি কমিশনারের ‘দুঃখ প্রকাশ’ *** ২৮ তারিখ নয়, রাকসুর ভোট গ্রহণ ২৫শে সেপ্টেম্বর *** গাজা যুদ্ধের কভারেজ নিয়ে ক্ষুব্ধ সাংবাদিক ঘোষণা দিয়ে রয়টার্স ছাড়লেন *** ৩১ বিলিয়ন ডলার ছাড়াল রিজার্ভ *** জুলাই সনদের অঙ্গীকারনামা সংশোধন করবে কমিশন *** পান্নুন হত্যাচেষ্টার ষড়যন্ত্রে জড়িত ‘র’–এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা *** বেসরকারি খাতে যাচ্ছে নগদ, এক সপ্তাহের মধ্যে বিজ্ঞপ্তি: গভর্নর *** নেপালের বিপক্ষে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ *** চন্দ্রনাথ পাহাড় ঘিরে উসকানির চিহ্ন দেখামাত্র ব্যবস্থা নিতে তিন উপদেষ্টার নির্দেশ

আমাদের প্রস্তাব ঢাকার নাম 'মুজিব সিটি' রাখার

উপ-সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৭:১৪ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৫

#

মাহবুব কামাল

২০১৪ সালের ১৫ই আগস্ট উপলক্ষে দৈনিক যুগান্তরে 'হংসলতা বঙ্গবন্ধু' শিরোনামে যে কলামটি লিখেছিলাম, আজ সকালে সেটায় আবার চোখ বুলালাম। লিখেছিলাম, ডেনমার্কের যুবরাজ ছাড়া হ্যামলেট নাটক যেমন মঞ্চস্থ করা যায় না, তেমনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছাড়া স্বাধীনতার ওপর নাটক বানিয়ে অন্তত ষাটোর্ধ্ব বাঙালিকে দর্শক সারিতে বসানো যাবে না। আরও লিখেছিলাম, বঙ্গবন্ধুর জন্ম ও বিকাশ রহস্য এক জৈব প্রহেলিকা।

কোথায় এবং কেন তিনি জন্মেছিলেন, কী বিচিত্র উপায়ে ও অবস্থায় তিনি জীবনের জ্বালানি সংগ্রহ করে, রৌদ্ররস ও বাতাস শোষণ করে এমন দুর্মর হয়ে উঠেছিলেন, বলা যাবে না। অনেক কথার পর শেষে লিখেছিলাম, বঙ্গবন্ধুকে তুলনা করা যেতে পারে হংসলতার সঙ্গে। প্রতিকূল শীতে শুকিয়ে গেলেও গোড়া সজীব থাকে, বর্ষার পানিতে তার গায়ে আবার গজায় নতুন সতেজ পাতা। 

বঙ্গবন্ধু যে হৃদয়ে কতোটা গেঁথে আছেন, তার প্রমাণ পাওয়া গেছে। সকালে দেখেছি, আমার মতো সামান্য লোকের একটি দুই বাক্যের পোস্টের (ফেসবুক পোস্ট) লাইক ৩২০০, মন্তব্য ৮০০ এবং শেয়ার ২৫৫। সংখ্যাগুলো ক্রমেই বাড়ছে। দ্বিতীয় পোস্টেও তুমুল প্রতিক্রিয়া চলমান। হ্যাঁ, আমরা বঙ্গবন্ধুকে আর আওয়ামী লীগের একক সম্পত্তি হতে দেব না। গত শাসনামলে তার যে ক্ষতি করেছে আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর চরম বিরোধীরাও তা পারবে না। 

আগামীতে যে দলই ক্ষমতায় আসবে, আমাদের প্রস্তাব থাকবে, রাজধানী ঢাকার নাম 'মুজিব সিটি' রাখার পর বাংলাদেশের আর কোথাও বঙ্গবন্ধুর কোনো স্মারক থাকবে না, এক চিলতেও নয়। ভিয়েতনামের সায়গন যেমন এখন হো চি মিন সিটি, আমেরিকার রাজধানী যেমন ওয়াশিংটন ডিসি, এই সূত্রে কোনো বিদেশি বাংলাদেশে প্রবেশ করলে প্রথমেই ঢুকবেন মুজিব সিটিতে।

অদ্ভুত কাণ্ড দেখেছি আমরা। একটা ছোট্ট পাড়া-মহল্লার ক্লাব, যেখানে খাওয়া হতো গাঁজা, তার নাম রাখা হয়েছিল বঙ্গবন্ধু ক্লাব! আসুন, আমরা সবাই বঙ্গবন্ধুকে দেশের সম্পদ হিসেবে প্রতিষ্ঠিত করি, কোনো দলের সম্পত্তি নয়।

লেখক: সাংবাদিক, কলামিস্ট।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাহবুব কামাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন