রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

সাবেক আইনমন্ত্রীর এপিএস যেভাবে গ্রেফতার হলেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও কসবা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাড. রাশেদুল কাওসার ভূঁইয়া জীবনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৯শে অক্টোবর) রাতে তাকে গ্রেফতার করা হয়।

জীবনের পারিবারিক সূত্রে জানা যায়, ঢাকার কাকরাইলে এক ডাক্তারের চেম্বারে চিকিৎসার জন্য গেলে সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে পল্টন থানায় নিয়ে যায়। পল্টন থানার ওসি জানান, হত্যা মামলায় জীবনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: নিষেধাজ্ঞা অমান্য করায় পটুয়াখালীর অর্ধশত জেলে কারাগারে

এদিকে কসবা থানার ওসি (তদন্ত) মো. মনির হোসেনও জীবনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য, গত ২১শে জুন কসবা উপজেলা পরিষদ নিবার্চনে দ্বিতীয় বারের মতো কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে আইনমন্ত্রীর ফুফাতো ভাই ছায়েদুর রহমান স্বপনের সঙ্গে পরাজিত হয়ে কসবা ছেড়ে ঢাকায় চলে যান রাশেদুল কাওসার ভূঁইয়া জীবন। আওয়ামী লীগ কসবা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হওয়া সত্বেও তিনি এলাকায় যোগাযোগ রাখেননি। গত ৫ই আগস্ট সরকার পতনের দিন ছাত্র জনতা কসবা রেলওয়ে স্টেশনের পাশে তার ডুপ্লেক্স বাড়িতে অগ্নিসংযোগ করে বাড়ির মালামাল লুটে নেয়।

এসি/ আই.কে.জে/

গ্রেফতার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন