ছবি: সংগৃহীত
১৯৭৫ সালে যাত্রা শুরু হয়েছিল গণায়ন নাট্য সম্প্রদায়ের। গত ১৭ই সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়েছে চট্টগ্রামের এই নাট্যদলের। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে গণায়ন নাট্য সম্প্রদায়।
১০ই অক্টোবর চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে ‘গণায়ন নাট্য উৎসব’ শীর্ষক এই উৎসব। ‘সৃজনে গৌরবে অঙ্গীকারে শিল্পিত চেতনায় গণায়ন’ স্লোগানে ১৬ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক। সাত দিনের উৎসবে দেখানো হবে ছয়টি নাটক।
উৎসবের প্রথম দুই দিন ১০ই ও ১১ই অক্টোবর প্রদর্শিত হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের ‘জুলিয়াস সিজার’। উইলিয়াম শেক্সপিয়ারের লেখা নাটকটি অনুবাদ করেছেন ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।
১২ই অক্টোবর দেখা যাবে নান্দীমুখ নাট্যদলের প্রযোজনা ‘আমার আমি’। এর নির্দেশনায় অসীম দাশ।
১৩ই অক্টোবর প্রদর্শিত হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক ‘কমলা সুন্দরীর কিসসা’। নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর কোল ঘেঁষে খনন করা একটি অতিকায় দিঘিকে কেন্দ্র করে কমলা সুন্দরীর কিসসা নাটকের মূল কাহিনি। এটি একটি বিয়োগান্ত আখ্যান। নির্দেশনা দিয়েছেন বাপ্পা চৌধুরী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘তিনি আসছেন’ দেখা যাবে ১৪ই অক্টোবর। ইউজিন আয়োনেস্কোর ‘দ্য লিডার’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন মামুনুল হক।
১৫ই অক্টোবর প্রদর্শিত হবে কথাসুন্দর নাট্যদলের নাটক ‘বৃত্তের বাইরে’। সন্তোষ চক্রবর্তীর ‘ঠিকানা’ নাটকের কাহিনি অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন কুন্তল বড়ুয়া।
১৬ই অক্টোবর গণায়ন নাট্য উৎসব শেষ হবে ফেইম নাট্যদলের ‘বাল্মীকি প্রতিভা’ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তিলোত্তমা সেনগুপ্ত।
জে.এস/
খবরটি শেয়ার করুন