শনিবার, ৬ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ভারতকে ‘নিরবচ্ছিন্নভাবে’ জ্বালানি তেল সরবরাহ করবে রাশিয়া: পুতিন *** আড়াই ঘন্টা বাইরে থেকে খাঁচায় ফিরল সিংহী ডেইজি *** ফেব্রুয়ারিতে নির্বাচন না হওয়ার কোনো কারণ দেখছেন না তিনি *** খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুল্যান্স পাঠাচ্ছে কাতার *** প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা মাহফুজ আনামের *** প্রসাধনী শিল্পে ব্যবহৃত তেলের জন্য হাঙর শিকার, বিলুপ্তি ঠেকাতে বৈশ্বিক উদ্যোগ *** শেখ হাসিনাকে ফেরতের ব্যাপারে এখনো ইতিবাচক সাড়া দেয়নি ভারত: পররাষ্ট্র উপদেষ্টা *** ‘তারেক রহমান যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন’ *** শারীরিক অবস্থা ঠিক থাকলে রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে *** চিকিৎসকেরা নিশ্চিত করলেই খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হবে: মির্জা ফখরুল

গণায়ন নাট্য সম্প্রদায়ের ৭ দিনব্যাপী নাট্যোৎসব

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৫ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

১৯৭৫ সালে যাত্রা শুরু হয়েছিল গণায়ন নাট্য সম্প্রদায়ের। গত ১৭ই সেপ্টেম্বর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হয়েছে চট্টগ্রামের এই নাট্যদলের। সুবর্ণজয়ন্তী উপলক্ষে সাত দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে গণায়ন নাট্য সম্প্রদায়।

১০ই অক্টোবর চট্টগ্রামের জেলা শিল্পকলা একাডেমিতে শুরু হবে ‘গণায়ন নাট্য উৎসব’ শীর্ষক এই উৎসব। ‘সৃজনে গৌরবে অঙ্গীকারে শিল্পিত চেতনায় গণায়ন’ স্লোগানে ১৬ই অক্টোবর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটক। সাত দিনের উৎসবে দেখানো হবে ছয়টি নাটক।

উৎসবের প্রথম দুই দিন ১০ই ও ১১ই অক্টোবর প্রদর্শিত হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের ‘জুলিয়াস সিজার’। উইলিয়াম শেক্‌সপিয়ারের লেখা নাটকটি অনুবাদ করেছেন ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন অসীম দাশ।

১২ই অক্টোবর দেখা যাবে নান্দীমুখ নাট্যদলের প্রযোজনা ‘আমার আমি’। এর নির্দেশনায় অসীম দাশ।

১৩ই অক্টোবর প্রদর্শিত হবে গণায়ন নাট্য সম্প্রদায়ের নাটক ‘কমলা সুন্দরীর কিসসা’। নেত্রকোনা জেলার সোমেশ্বরী নদীর কোল ঘেঁষে খনন করা একটি অতিকায় দিঘিকে কেন্দ্র করে কমলা সুন্দরীর কিসসা নাটকের মূল কাহিনি। এটি একটি বিয়োগান্ত আখ্যান। নির্দেশনা দিয়েছেন বাপ্পা চৌধুরী।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রযোজনা ‘তিনি আসছেন’ দেখা যাবে ১৪ই অক্টোবর। ইউজিন আয়োনেস্কোর ‘দ্য লিডার’ অবলম্বনে নাটকটির ভাবানুবাদ করেছেন ম. সাইফুল আলম চৌধুরী। নির্দেশনা দিয়েছেন মামুনুল হক।

১৫ই অক্টোবর প্রদর্শিত হবে কথাসুন্দর নাট্যদলের নাটক ‘বৃত্তের বাইরে’। সন্তোষ চক্রবর্তীর ‘ঠিকানা’ নাটকের কাহিনি অবলম্বনে এর নির্দেশনা দিয়েছেন কুন্তল বড়ুয়া।

১৬ই অক্টোবর গণায়ন নাট্য উৎসব শেষ হবে ফেইম নাট্যদলের ‘বাল্মীকি প্রতিভা’ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন তিলোত্তমা সেনগুপ্ত।

জে.এস/

নাট্যোৎসব গণায়ন নাট্য সম্প্রদায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250