সোমবার, ৬ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করা হবে: বরকতউল্লা *** অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিস কর্মী নুরুলের মৃত্যুর ১২ দিন পর সন্তান জন্ম দিলেন স্ত্রী *** সৌদি আরবে বাংলাদেশি সাধারণ শ্রমিক নিয়োগে ‘মাইলফলক’ চুক্তি *** নিজেকে জুলাই গণ-অভ্যুত্থানের ‘মাস্টারমাইন্ড’ মনে করেন না তারেক রহমান *** রেগুলেটরি টি সেল আবিষ্কারে চিকিৎসায় নোবেল পেলেন ৩ বিজ্ঞানী *** আমাদের কী মরে প্রমাণ করতে হবে যে আমরা অসুস্থ: আদালতে দীপু মনি *** সেনাপ্রধানের বক্তব্য বিকৃত করে উদ্দেশ্যমূলক অপপ্রচার চলছে: আইএসপিআর *** শেখ হাসিনার বিষয়ে ঢাকার সঙ্গে আলোচনায় প্রস্তুত নয়াদিল্লি: ভারতীয় পররাষ্ট্রসচিব *** বিশ্বজুড়ে শাসকগোষ্ঠীর প্রতি জেন-জিদের ক্ষোভ ছড়িয়ে পড়ছে *** ১০ বছর পালিয়ে থাকার পর লেবাননের গায়ক ফাদেল শাকেরের আত্মসমর্পণ

মমতা ব্যানার্জি প্রথমবারের মতো রিয়েলিটি শোতে!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৭ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

পশ্চিমবঙ্গের জনপ্রিয় টেলিভিশন গেম শো ‘দিদি নং ওয়ান’-এ প্রথমবারের মতো দেখা যাবে রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। চলতি মাসের ২১ তারিখেই তাকে জি বাংলার জনপ্রিয় এই গেম শো-এর শ্যুটিংয়ে যেতে হতে পারে।

গত মাসেই মমতা ব্যানার্জির সঙ্গে দেখা করেছিলেন রচনা ব্যানার্জি। অনেকেই ভেবেও নিয়েছিলেন আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবে দেখা যেতে পারে রচনাকে। তবে দান উল্টে দিয়ে মুখ্যমন্ত্রীকে ‘দিদি নং ওয়ান’-এর মঞ্চে আসার আমন্ত্রণ দিলেন রচনা।

পশ্চিমবঙ্গের মানুষের কাছে এখন দিদি মানেই দুজন। একজন মমতা এবং অন্যজন রচনা। এবার দুই দিদিকেই পর্দায় দেখতে পারবেন রাজ্যটির মানুষ। ঘটনাচক্রে দুজনেরই পদবি ব্যানার্জি।

সূত্র জানিয়েছে, আগামী ২১শে ফেব্রুয়ারি রচনা ব্যানার্জির ‘দিদি নম্বর ওয়ান’ এর সেটে পৌঁছাবেন মমতা ব্যানার্জি। তবে ইনডোর কোনো স্টুডিও নয়, ওইদিন হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে দিদি নম্বর ওয়ান-এর সেটে দেখা যাবে বাংলার দুই দিদিকে।

আরো পড়ুন: অ্যাঞ্জেলিনার পর কার সঙ্গে লিভ-ইনে ব্র্যাড পিট

প্রথমবার মুখ্যমন্ত্রী রিয়েলিটি শো-এর আসরে। সেজন্য তার নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে ১৮ তারিখ মিটিং ডেকেছে রাজ্যের ডিরেক্টর সিকিউরিটি। 

বর্তমানে গৃহিণীদের কাছে সবচেয়ে জনপ্রিয় নন-ফিকশন শো এটি। সেখানে মমতা অতিথি হিসেবে হাজির হবেন নাকি প্রতিযোগী হিসেবে তা জানা যায়নি। তবে দ্য ওয়ালের রিপোর্ট বলছে, শ্যুটিং সেটে মমতার নিরাপত্তা জোরদারে কোনো কমতি রাখতে চায় না পুলিশ-প্রশাসন। সব ঠিক থাকলে ২১শে ফেব্রুয়ারি রচনার শো-এ হাজির হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

এসি/ আই.কে.জে


মমতা ব্যানার্জি রিয়েলিটি শো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250