শুক্রবার, ১৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২রা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয় ২৫ দল, যায়নি এনসিপি ও চার বাম দল *** আজকের দিন সারা পৃথিবীর জন্য উদাহরণ হয়ে থাকবে: প্রধান উপদেষ্টা *** জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করলেন প্রধান উপদেষ্টা ও রাজনৈতিক নেতারা *** জুলাই সনদ স্বাক্ষরের আনুষ্ঠানিকতা শুরু, মঞ্চে প্রধান উপদেষ্টা *** জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চে প্রধান উপদেষ্টা, রাজনীতিবিদ ও কমিশনের সদস্যরা *** ‘প্রতিকূল আবহাওয়ার কারণে’ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান শুরু হতে বিলম্ব হতে পারে: প্রেস উইং *** ক্ষোভ-বিক্ষোভের মুখে জুলাই সনদের অঙ্গীকারনামার পঞ্চম দফা সংশোধন *** অঙ্গীকারনামায় সংশোধনী, তবুও থামছে না বিক্ষোভ *** ‘জুলাই যোদ্ধাদের’ সরিয়ে দিল পুলিশ, অতঃপর... *** ‘জুলাই যোদ্ধাদের’ দাবি মেনে সনদের অঙ্গীকারনামায় জরুরি সংশোধন আনল কমিশন

কাউকে বিশ্বাস করতে ভয় পান? এই সমস্যা কাটাতে যা করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখনকার সময়ে নানা কারণে মানুষের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলে। আরেকজনকে বিশ্বাস করতে ভয় পায়। আবার এমন অনেকেই আছেন যারা এমনিতেই কাউকে বিশ্বাস করেন না। এ ধরনের সমস্যাকে জটিল পিটিএসডি বা সি-পিটিএসডি বলা হয়। এ ধরনের ব্যক্তিরা অবিশ্বাসের পাশাপাশি অতিরিক্ত আরও কিছু বিষয় যেমন ক্রোধ, বিশ্বের প্রতি অবিশ্বাস এবং ট্রমা অনুভব করেন। সি-পিটিএসডি কাটিয়ে ওঠা জটিল এবং চ্যালেঞ্জি। এই ধরনের সমস্যা কাটাতে কী করণীয় চলুন জানা যাক-

আরো পড়ুন : শিশুর কান্না থামানোর সহজ কৌশল

১. প্রাথমিক পদক্ষেপটি হল আমাদের জীবনে সি-পিটিএসডি-র প্রভাব গ্রহণ করা। যখন কেউ নিজের দুর্বলতাগুলো সম্পর্কে জানতে পারবেন তখন এর বিরুদ্ধে লড়াই করার উপায়গুলিও সহজে খুঁজে পাবেন।     

২. আপনার মনে কি নিয়ে দ্বন্দ্ব চলছে তা কাছের মানুষদের সঙ্গে শেয়ার করুন। তাহলে স্বাস্থ্যকর কথোপকথনের মাধ্যমে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে পারবেন। 

৩. নিয়মিত অনুশীলন, স্বাস্থ্যকর ডায়েট গ্রহণ, তামাক এবং অ্যালকোহল গ্রহণ থেকে বিরত থাকা, কিছু স্বাস্থ্যকর জীবনযাত্রার মাধ্যমে,সি-পিটিএসডি-র প্রভাব কমানো যায়।

৪. একবার যদি নিজেদের দুর্বলতাগুলো জানতে পারেন তাহলে তা মোকাবেলা করা সহজ হবে। 

৫. যারা দীর্ঘ সময় ধরে এ ধরনের মানসিক সমস্যায় ভুগছেন তারা এ সমস্যা থেকে মুক্তি পেতে পেশাদার কারও পরামর্শ নিতে পারেন। এর জন্য প্রয়োজন ধৈর্য, সাহস ও অধ্যবসায়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

এস/ আই.কে.জে/  

স্বাস্থ্য পরামর্শ সি-পিটিএসডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250