ছবি: সংগৃহীত
আগামী বছর, অর্থাৎ ২০২৬ সালের হজ কার্যক্রমের জন্য সৌদি সরকার কর্তৃক রোড ম্যাপ বা টাইম লাইন প্রকাশ করা হয়েছে। বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা থেকে এ তথ্য জাতীয় গণমাধ্যমকে আজ সোমবার (১৪ই জুলাই) জানানো হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানায়, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত যেসব হজ এজেন্সি ২০২৬ সালের হজ কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক, সেসব এজেন্সির স্বত্বাধিকারী বা ব্যবস্থাপনা পরিচালকদের কাছ থেকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রস্তুতকৃত নির্ধারিত ফরমে (সংযুক্ত) আবেদন করতে অনুরোধ করা হয়েছে।
জে.এস/
খবরটি শেয়ার করুন